স্বদেশের অবনতিশীল অবস্থার প্রেখ্খিতে দূর থেকে শুধু হতাশাই বাড়ে। শান্তনা খুজি প্রার্থনায়, মনে মনে ।
মানুষের হীনচেতা,
তুমিই করেছ হেথা ।
তোমারই সৃজিত যত কালফণীদল,
আনন্দ নন্দনে আনে তীব্র হলাহল ।
জগতের যতকিছু মহাপাপে কলংকিত মানুষের মুখ,
সে তোমারই চুক ।
খমা চাও মানুষের কাছে,
খমা করো দোষ তার যতকিছু আছে।
-খৈয়াম
(অনু-এন, দেব)
মন্তব্য
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
'মানুষ(ও) বানাইয়া, খেলছ যারে লইয়া,
সেই মানুষ(ও) কেমনে গুনাহগার-----------'
তুমিই গুনাহগার, ঠিকই বলছেন।
-অপরাজিতা
নতুন মন্তব্য করুন