১৪ | লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: সোম, ১০/১১/২০০৮ - ৫:৪৭অপরাহ্ন)
এটা তো বস অনেক আগের লেখা, দেখলেনই।
এইটুকু ছুটিও একঘেয়ে লাগার মতো সময় ধ'রে পাই না আর বহুদিন। এই শুক্র-শনিবারেও অফিস করলাম।
আপনাকে দেখেও ভালোই লাগে।
ভালো থাকেন আনিস ভাই। দেখা তো হবেই দেখা যাচ্ছে।
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মন্তব্য
জীবনটা আসলেই অনেক দামী...
পাঠ এবং তথ্যের জন্য অনেক ধন্যবাদ।
--------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ইয়াপ! অনেক অনেক দামি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তাই? সত্যি না কি? আমি জানতেই পাইনি।
যা-ই বলেন, আপনার সিগনেচারটা কিন্তু ফাট্টাফাট্টি!
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
যাক... লেখা পাওয়া গেলো আপনার তাইলে?
পরেরটা?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইটা ক্যামন লাগসে, না-বললে তো পরের লেখা দিমু না
থ্যাংকস নজরুল ভাই।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
০১.
ছুটি নাই জীবনে। খালি কাম কাম।
০২.
আপনার সচল যাত্রা শুভ হোক।
কই মিয়া?! 'কাম'ও তো নাই দেখি একদম! ;-(
ধন্যবাদ, সিনিয়র সচল।
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অণুগল্পের পর এইবার পাওয়া গেল অনুছড়া...
ভালৈছে...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
অনেক ধন্যবাদ।
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সচলে স্বাগতম !
ধন্যবাদ।
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
উদ্ধৃতি:
কাজহীন, সাথীহীন, একঘেয়ে ছুটি।
আহা রে, সত্যিই যদি পাওয়া যেত এমন এক ছুটি... কতদিন কিছু-না-করার স্বাদ পাই না।
অনেকদিন পর তোমাকে দেখলাম, সাইফুল। ভাল লাগল। পরের লেখার অপেক্ষায় রইলাম।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
এটা তো বস অনেক আগের লেখা, দেখলেনই।
এইটুকু ছুটিও একঘেয়ে লাগার মতো সময় ধ'রে পাই না আর বহুদিন। এই শুক্র-শনিবারেও অফিস করলাম।
আপনাকে দেখেও ভালোই লাগে।
ভালো থাকেন আনিস ভাই। দেখা তো হবেই দেখা যাচ্ছে।
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
যাক !
অবশেষে খান সাহেবের লেখা দেখা গেলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এব্বাবাহ্!
খুঁজছিলেন না কি "খান সাহেবের লেখা"?!
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন