জয়তু সেলসগার্লশিপ

ফাহিম এর ছবি
লিখেছেন ফাহিম [অতিথি] (তারিখ: বুধ, ১২/১১/২০০৮ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

"ইয়ে, মানে, আমার চশমার কাচ খুলে গেছে"

"কোন সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি, কিচ্ছু পে করতে হবে না। তার আগে কি তুমি একবার তোমার চোখ দেখিয়ে নেবে পাওয়ার ঠিক আছে কিনা দেখার জন্য? তোমাকে কিচ্ছু পে করতে হবে না"

বিনামূল্যে চোখ পরীক্ষার চান্স ছাড়ে কোন গাধা, কাধ ঝাকিয়ে রাজি হয়ে গেলাম। ইতিমধ্যে হালকা নীল চোখের সেলসগার্লটিকে আমার একটু একটু মনে ধরতে শুরু করছে, কিছু সময় তার কাছাকাছি কাটাতে পারলে খারাপ কি?

"এইখানে বসে পড়, গুড, দাড়াও, আগে তোমাকে একটু উপরে উঠিয়ে নেই (চেয়ার অ্যাডজাস্টমেন্ট হলো...), এবার আমার যন্ত্রটা একটু অ্যাডজাস্ট করে নেই (খুটুর-খাটুর... যন্ত্র অ্যাডজাস্টমেন্ট হলো...), এবার এইখানে তোমার থুতনি রেখে এইদিকে তাকাও... হুমম... এবার একটু ওইদিকে তাকাও..."। তথাস্তু ম্যাডাম।

কিছুক্ষন খুটখাটের পর আদালত রায় দিল, দুই চোখেই পাওয়ার বেড়েছে।

"নিশ্চয়ই সারাদিন কম্পিউটারের সামনে বসে থাক? এটা ঠিক না" গম্ভীর মুখে ম্যাডাম জানালেন। "কম্পিউটারের সামনে বসা কমিয়ে দেবে"। তাহলে তো চাকরিটাই ছাড়তে হয়, জানালাম।

"হুম, চাকরি হলে অবশ্য আলাদা কথা, এসো তোমাকে কিছু ব্যায়াম (চোখের...) শিখিয়ে দিচ্ছি, প্রতি ঘন্টায় একবার করবে, তাহলে শক্তি বাড়বে (অবশ্যই চোখের...)"। তথাস্তু ম্যাডাম।

"ভালো কথা, পাওয়ার যেহেতু বেড়েছে, তোমাকে তো নতুন লেন্স নিতে হবে..." তারপর কোন লেন্সের দাম কতো, কোনটার কি ফিচার আছে ইত্যাদি ইত্যাদি।

"নতুন লেন্সই যখন নিচ্ছো, তাহলে তুমি নতুন কুল-লুকিং একটা ফ্রেম নিয়ে নাও না কেন? আমাদের লেটেস্ট কিছু অফার আছে, সস্তায় ভালো ভালো ফ্রেম যাচ্ছে। এগুলো দেখো, কিনতে হবে এমন কথা নেই... এটা একটু পরে দেখো না... বাহ, বেশ মানিয়েছে তো"। হুমমম।

"ঠিক আছে, তাহলে এটা আর এটার কম্বিনেশন করে দিচ্ছি, ওকে?" তথাস্তু ম্যাডাম।

"আমি অর্ডার প্লেস করে দিয়েছি, দশ ওয়ার্কিং ডে পরে পেয়ে যাবে, রেডি হলে আমি তোমাকে ই-মেইল করে দেব"। বলে কি? দশ ওয়ার্কিং ডে আমি চশমা ছাড়া থাকবো? কিভাবে সম্ভব?

"তাহলে এক কাজ করতে পারো, তুমি এই কয়দিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে দেখতে পারো, খুবই কমফোর্টেবল, এখনি পরে বাসায় যেতে পারবে... ব্লা ব্লা..."

মিনিট দশেক পর চোখে কন্টাক্ট লেন্স, হাতে পুরনো ভাঙ্গা চশমা, পকেটে নতুন চশমা আর লেন্সের অর্ডার নিয়ে বেরিয়ে এলাম। গিয়েছিলাম খুলে যাওয়া গ্লাসটা আবার ফ্রেমে লাগাতে, ফ্রি হয়ে যাওয়ার কথা। তার জায়গায় পকেট থেকে বেরিয়ে গেলো ৮০ ইউরো।

জয়তু সুন্দর মুখ, জয়তু সেলসম্যানশিপ, থুক্কু, সেলসগার্লশিপ।

========================================
ফাহিম


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

ব্যাপারটা ভাই। ঢাকা শহরের নাপিতরাও এই কাজ করে। চুল কাটতে গেলে, ভাই আপনার মুখে এতো ময়লা ক্যান? ফেসওয়াস করে দেই, চুলে শ্যাম্পু করে দেই...হাজারটা ফিচার।

=============================

ফাহিম [অতিথি] এর ছবি

ওহো, নাপিতের কথা বলে তো আরেক গল্প মনে করিয়ে দিলেন। এটায় অবশ্য নাপিত না, একজন "নাপতানী" (মহিলা নাপিত আর কি...) জড়িত হাসি

দেবোত্তম দাশ এর ছবি

জয়তু লেখক, কাম সারছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ফাহিম [অতিথি] এর ছবি

আসলেই কাম সারছে, একেবারে খাড়ার উপর ধরা

ফাহিম

রণদীপম বসু এর ছবি

আপনি তো দেখি ভাই সাংঘাতিক কিপ্টে মানুষ ! ৮০ ইউরো একটা বিষয় হলো !
আপনার বর্ণনামতে এমন গার্ল কাছে পেলে কানা হয়ে থাকতেও তো আপত্তি করার কথা না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফাহিম [অতিথি] এর ছবি

জ্বী ভাই, আমিও প্রথমে খুব একটা আপত্তি করি নি। কর্ম-সম্পাদনের পর মানিব্যাগের তাকিয়ে একটু আফসোস হয়েছিল আর কি... মন খারাপ

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখাটা ভালো হয়েছে। মজা লাগলো।
আবারো প্রমাণিত হলো, সুন্দর মুখের সর্বত্রই জয়জয়কার। হাসি

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একবার কলকাতা যাবার আগে এক সুন্দরী বললো তার জন্য একটা লিপস্টিক আনতে... এটা নাকি বাংলাদেশে পাওয়া যায় না। লিখে দিলো নাম ধাম।
কলকাতায় এক বিরাট শপিং মলে গেলাম সেটা কিনতে... আমি তো এসব চিনি বুঝি না। এক অতীব সুন্দরী সেলসগার্ল এলো সাহায্য করতে... লেখা দেখে সে কি কি জানি দিলো... আমি তা দেখলামো না... লিপস্টিক দেখার চেয়ে লিপস্টিকওয়ালা নারী দেখাই উত্তম।

তারপর দেশে এসে প্রাপককে দিলাম... সে বলে এতকিছু আনছেন কেন? আমি তো এতকিছু আনতে কই নাই...
আমি বললাম কি করবো? আমি যে সুন্দরীদের না করতে পারি না।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

ভাবীiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাই, "আমি যে সুন্দরীদের না করতে পারি না"- এই লাইনটারও কপিরাইট করায়া ফেলেন! হো হো হো

আর আমি আগেও বলসি, আবারও বলি, বড়ো হয়া আমি নজু ভাই হইতে চাই দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১. আমি সুন্দরীদের না করতে পারি না
২. আমি সুন্দরীদের ভালোবাসতে ভালোবাসি

এই দুই বাক্যর কপিরাইট শুধুই আমার... হ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

নজু ভাই, আগেও কইছি...এখন আবার কই...

আমি আপনেরে বড়ই হিংসা করি। হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানী! যা ব্যাটা ভাগ.. হো হো হো

অতন্দ্র প্রহরী এর ছবি

সময় আর জায়গামতো যে কতোবার এই কপিরাইট ভাঙবো, তা আপনে জানলে তো! দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

হুঁম, ঐটা কোনো ব্যাপার না। আমারও চশমা নিয়া একই কান্ড হইছিলো। ঐ যে লিখছি না নাগরকোটের কথা কেউ কেউ ঢুকলো পানশালায়, আমি একটু দেখতে গেছিলাম, দেখলাম ঠান্ডার মধ্যে সবাই বরফ দিয়া পানি খায়, আমারে বললো মজা লাগবো খান, এর পর নাচানাচি, আমি তো আর পারিনা, ধাক্কা লাইগা আমার চশমা গেলো পইরা, চশমা তুলতে গেলে তাল নষ্ট হয় এই চিন্তায় তুললাম না, ভাবলাম যাবার সময় নিলেই হবে, সবার ডিস্টার্ব করা তো উচিতনা। পরে দেখি চশমা পড়ছিলো একটা আর খুঁইজা পেলাম তিনটা, এখন এই তিনটা মিলায়ে কিভাবে একটা বানাই? সমস্যা ভালো, ঐখানে দোকানও নাই। আমাদের সাথে মালয়েশিয়ার মাইয়া ছিলো একটা, সকালে ২০টাকা দিয়া সুপার গ্লু কিন্না জোড়া লাগাইয়া দিছে। খুব ভালো হইছিলো। দুইদিন পরে ঢাকায় আইসা দেখি ফাটাফাটি দুইটা ফ্রেম ও পাঠাইয়া দিসে। কত ভালো...

বিদ্রঃ আপনার লেখা পইরা মনে হচ্ছে আমারটা স্লো পয়জনিং হবে। আল্লা মালিক।

...........................
Every Picture Tells a Story

ইশতিয়াক রউফ এর ছবি

ইয়ে, চোখের ব্যায়ামগুলো কী কী? জানালে অধমকে আর সুন্দরীর পাল্লায় পড়ে টাকা খসাতে হয় না।

নিত্য-নতুন সেলস টেকনিকগুলো নিয়ে কিছু বলার নেই। আমার মত হতভাগা লোকেরা, যাদের দিকে সুন্দরীরা দ্বিতীয় নজর দেয় না, তাদের ফাঁদে ফেলার এই কূটকৌশলের তীব্র নিন্দা জানাই।

এনকিদু এর ছবি

রণদীপম ইয়োগা ম্যান এর মত আপনিও চোখের ব্যায়ামের একটা পোস্ট দেন ভাই । আর ইন্টারনেট থেকে কিছু নীল নয়না মেয়ের ছবি সেই পোস্টে ফিট করে দিয়েন দেঁতো হাসি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্নিগ্ধা এর ছবি

লেখার ভঙ্গিটা মজার তো!

ধুসর গোধূলি এর ছবি
এনকিদু এর ছবি

ঐটা আপনারে দিবে না, তাই ব্লগে লিখে নাই । ১০ দিন পর চশমা নিতে গিয়ে আরো কি কি ঘটাইসে কে জানে ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ফাহিম [অতিথি] এর ছবি

ইয়ে, মানে, আহেম... দশ দিন পর গতকাল গিয়েছিলাম... কি কি ঘটেছে পরে বলছি, আপাতত এটুকু জানিয়ে রাখি যে, নীল-নয়না আসার আগে রেব্যানের একটা জটিল চশমার খাপ গিফট করেছে... দেঁতো হাসি

ফাহিম [অতিথি] এর ছবি

সুন্দরীর বাসায় ফুন আছে, তবে আমার কাছে নম্বরটা নাই... আফসোস... মন খারাপ

নিঘাত তিথি এর ছবি

হাসি উপাদেয় লেখা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ভূঁতের বাচ্চা এর ছবি

হেঃ হেঃ হেঃ হেঃ
বিশাল ধরাটা খাইলেন দেখি !

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

নজু ভাইয়ের কপিরাইট আমিও ভেঙ্গে বললাম: আমিও সুন্দরীদের না করতে পারি না...
ফলত ঘাটে ঘাটে ধরা খাই।

জ্বিনের বাদশা এর ছবি

মেলাতে এক রূপকুমারী তর দোকানে আইলো
রূপের মায়ায় ভুলাইয়া সকল হরে নিলো

নব্বইর আশেপাশে কোন সময়ের কথা ... সে বছরের বানিজ্য মেলায় মনে হয় বাংলাদেশে প্রথম মেয়েরা বেশ বড় স্কেলে "দোকানদারী" করেছে .... আমরা মহা উৎসাহে প্রায়ই যাই .... মেয়েরা দোকানদারী করছে, ইচ্ছে করলেই কোন সুন্দরী দোকানদারনীর সাথে কথা বলা যাচ্ছে .... সে এক বিরাট পাওনা চোখ টিপি...
এর মধ্যে একদিন হাতে কিভাবে যেন বেশ কিছু টাকা এলো (মনে হয় টিউশনির) ... কোন ফাঁকে যে এক সুন্দরী সেলসগার্ল মিস্টি হাসি দিয়ে বাসী-পঁচা চিপস/ক্র্যাকার্স/মায়োনেজ ধরায় দিয়েছিলো টেরও যেন পেলামনা মন খারাপ

মাঝে মাঝে ভাবি আসলেই কি নারী অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, নাকি সবই পুঁজিবাদের প্রয়োজনে!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নির্বাক এর ছবি

লেখাটা অসাধারণ হয়েছে!!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

হিমু এর ছবি

শুধু চশমার দোকান, নইলে গল্প আরো এগোতে পারতো, পকেটও আরো হালকা হতে পারতো।

যেমন, এই সুন্দর চশমাটার সাথে তোমার এই ভুসভুসে প্যান্টটা মোটেও মানাচ্ছে না।

বিক্রি হবে প্যান্ট।

সে কী? এত চমৎকার একটা প্যান্টের সাথে এই নয় ইউরো দামের গেঞ্জি পরবে তুমি? এইদিকে এসো, এই গেঞ্জিটা লাগিয়ে দেখো কেমন লাগছে তোমাকে।

বিক্রি হবে গেঞ্জি।

পায়ে ওটা কীসের টায়ার? ছি ছি ছি! জলদি খোলো। এদিকে দেখো। কোনটা লাগবে বেছে নাও।

বিক্রি হবে জুতো।

এভাবে মোজা আন্ডি থেকে শুরু করে সব কিছুই বেচাবিক্রি হয়ে যাবে। শূন্য মানিব্যাগটাও পকেটে রাখতে দেবে না, ক্রেডিট কার্ড ক্ষইয়ে নতুন আরেকটা মানিব্যাগ কিনে অনেক ভারি প্যাকেট আর অনেক হালকা পকেট নিয়ে ফিরতে হবে ঘরে।


হাঁটুপানির জলদস্যু

ফাহিম [অতিথি] এর ছবি

হিমু ভাই, পরের বার তাহলে কাউফহফ যাবার সময় আপনাকে সাথে করে নিয়ে যাবো নে... আপনি আমাকে একটু সামলে সুমলে রেখেন। আর সেলসগার্ল বেশি তেড়ি-বেড়ি করলে একটা হালকা কামড় দিয়ে দিয়েন...... চোখ টিপি

কীর্তিনাশা এর ছবি

এরেই কয় কঠিন ধরা খাওয়া।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কনফুসিয়াস এর ছবি

কঠিন মজা পেলাম পড়ে!
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আহমেদুর রশীদ এর ছবি

দারুন...........

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানবীরা এর ছবি

পুরুষজাতি হলো মহান আল্লাহতালার সুমহান সৃষ্টি। টাকা খসাইয়াও ওদের এতো আনন্দ। আরে আমিতো মাগনার গিফট পাইলেও তিনবার উল্টাইয়া দেখি ফালতু কিছু গছাইলোনাতো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।