তুমি কোথায়?
শহরের অনেক খবর তোমাকে জানানো দরকার
তুলোউড়া মেঘে ছেয়ে গেছে পুরোটা শহর
সোনার দামে মিলছে শীতের শবজি।
সামনে ইলেকশন-দুঃখ ঘুচে যাবে হাড়জিরজিরে মানুষের
তারা পরিণত হবে সুমো কুস্তগীরে।
কদিন পর ফুটবে আমের মুকুল
আনন্দে হাসবে বুড়ো রবীন্দ্রনাথ
বজরা ভাসাবেন গড়াই নদীর বুকে।
জমে উঠবে জলসাঘর শহরের বনেদী এলাকায়
বাঈজীর নাচে মাতাল হবেন
শহরের বনেদী সন্তানেরা।
এই তো কদিন পর আগুন লাগবে
শহরের বড় বড় বস্তিতে
পুড়ে মরবে কিছু কুলাঙ্গার গরীব
তাতে আমার কি?
আমি তো আর কার্ল মার্কস নই-
দিব দুঃখ ঘুচার মতবাদ।
অথবা নূরলদীনের মতো দিব ডাক-
"জাগো বাহে কুণঠে সবাই"!
আমি তো নাদান "হরিপদ কেরাণী"
চাঁদের আলো দেখে ক্ষুধা মিটাই
কবি সুকান্ত জানলে লিখতেন নতুন "ছাড়পত্র"!
আজ রাতে শহরে মস্ত বড় চাঁদ উঠবে
খুঁজে ফিরছি তোমায় প্রিয়তমা-
চাঁদরে আলোয় একটু হাবুডুবু খাব বলে!
তুমি কই?
হরিপদ করোণী
মন্তব্য
খুব সাবলীল কবিতা।
ভালো মন্দ জানিনা-তবে কবিতাটা খুব ভালো লেগেছে। দারুণ!
হরিপদ কেরাণি হবে বোধহয়।
অনুসন্ধানী কবিতা ভালো লাগলো খুব। (হাসি)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আগে খেয়াল করিনি তো কবিতাটা!!
ভালো লেগেছে :)
..........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
নতুন মন্তব্য করুন