আজি আমার প্রথম যাত্রা এখানে। শুরুটা কবিতা দিয়েই হউক তবে
_____________________
অবিমিশ্র দুঃখের জল মিশে থাকে শৈবালের গায়
অহর্নিশ স্পর্শে শৈবাল অস্তিত্ব হারায় জলের তলায়
অন্তর্জলে ডুবন্ত প্রাণ একটি একটি করে অনিত থেকে অগুনিত হয়।
পৃথিবী ডুবে থাকে জমাট ব্যর্থতায়
একদিন নিবিড় দুঃখের উৎস থেকে জন্ম হয় সবুজ বিস্ময়
জানিয়ে দেয় বিশ্বকে কিভাবে ভেসে থাকতে হয়।
পাতারা জাগে এক অদ্ভুত চেতনায়
নিজে বাঁচবে; বাঁচাবে চারপাশ- বিশ্বাস নিয়ে তাকায়
উন্নিদ্র সবুজ গৌরব-শতশত বিধ্বস্ত শিশিরের আদৃত আশ্রয়।
নির্জর প্রজ্ঞা
মন্তব্য
এরপর তবে কি অন্যকিছু আসবে?
স্বাগতম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নিরীক্ষা করার সুযোগ সচলায়তন দিয়েই রেখেছে। সেটা কাজেও তো লাগাতে পারি।
কৃতঞ্জ শুভেচ্ছার জন্য। ভালো থাকবেন
নির্জর প্রজ্ঞা
কৃতঞ্জ -> কৃতজ্ঞ
জ্ঞ -> জ + ঞ
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- ফোনেটিকে লিখলে-
j + (shift) [n+g] = জ + ঞ = জ্ঞ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাধু ... সাধু।
জানিয়ের দেবার জন্য কৃতজ্ঞ
নির্জর প্রজ্ঞা
pragga_bina@yahoo.com
যাত্রা শুভ হোক।
এত শুভ্রতা যেখান সেখানে যাত্রা শুভ হবে নিশ্চিত। আপনাদের শুভ কিছু দিতে পারি এই দোয়া করবেন। অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।
নির্জর প্রজ্ঞা
সচলে স্বাগতম!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অশেষ কৃতঞ্জতা
বাহ! বেশ কঠিন কঠিন শব্দ, ভাল লাগল, ছবিটাও খুব সুন্দর
স্বাগতম আরো লিখেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
তুমি করে বলতে পারো। তোমার প্রোফাইলটা দেখলাম। তোমার মতো আমিও ফাইনান্সে অর্নাস করছি ইউ. এস -এ। ফুলটাইম করছি বলে দু সেমিষ্টার শেষে গ্রাজ্যয়েশন করবো ইনশাল্লাহ। তোমার জন্য শুভ কামনা
এই রে, আরেক ফাইন্যান্সওয়ালা এসেছে। আপনি সহ এখন পর্যন্ত আমার জানা মতে, ৪ জন ফাইন্যান্সের স্টুডেন্ট পাওয়া গেলো সচলে। মুমু, রেনেট, পান্থ আর নির্ঝর প্রজ্ঞা।
ওহ তাই ঠিক আছে তুমি করেই বলব
হুমম আমার এবছরই শেষ হওয়ার কথা ছিল কিন্তু আলসেমি করে প্রতি সেমেস্টারে একটা করে সাবজেক্ট করলাম, তাই এখনো ২টা বাকি আসলে ফুলটাইম চাকরি করে আবার পড়তে ভাল লাগেনা। তোমার নামটা বেশ সুন্দর, ইউ এস তে কোথায় আছো তুমি?
তোমার জন্যেও শুভ কামনা রইল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সচলায়তনে স্বাগতম।
ছবিটা দারুণ!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ
নির্জর প্রজ্ঞা
ছবিটা খুবই সুন্দর। সচলায়তনে স্বাগতম। লিখতে থাকুন...
নতুন মন্তব্য করুন