সকাল দুপুর বিকেল সন্ধা
অপেক্ষাতে রজনিগন্ধা
বাগান জুড়ে নিঃসঙ্গ হাস্নাহেনা
যায় না চেনা,যায় না চেনা...।
অন্য ভুবন প্রতি রাতে
স্মৃতির আকাশ দূরে থাকে
কৃস্নচুড়ায় মরিচিকা
একটা ছবি হচ্ছে আকা
একটা ছবি একলা আকা...।
ঘোর লাগা চোখ,ভোরের বেলা
আধার নিয়ে আলোর খেলা
জলত্মৃষ্ণায় গোলাপ থাকে
দীৱঘশাষ, একটা ছেলে
ছায়াঘরে রাতটা জাগে...
ছায়াঘরে রাতটা জ়াগে.........
বোহেমিয়ান
মন্তব্য
কবিতার নামটা সুন্দর। দু-একটা লাইন দুবার লিখেছেন যেখানে -তখন মনে হচ্ছিল সুর ছোঁয়ালে গান হয়ে যাবে। সুন্দর কবিতা। "ছায়াঘরে রাতটা জাগে" আগের দুটো লাইন একটু গোলমেলে লাগলো। অবশ্য সেটা আমার কাছে।
শুভ কামনা আপনার প্রতি
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )
ভাই আপনে গদ্য লিখেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রে শয়তান... আজ আমি সুযোগ পেয়েছি... তোর মুখোশ খুলে দিচ্ছি... মুহাহাহাহাহাহা...
ভাইসব... এই লোক বোহেমিয়ান নামের আড়ালে আসলে রানা। রানা নামেও তাকে চেনা মুশকিল... তবে তার কাজের সঙ্গে সম্ভবত সবাই পরিচিত। তিনি গীতিকার রানা।
বাপ্পা মজুমদারের পরী (আজ তোমার মন খারাপ মেয়ে) গানটা নিশ্চয়ই শুনছেন? সেই অসাধারণ মিষ্টি লিরিকটা এই লোকের লেখা। এছাড়াও অনেক গান আছে বাপ্পাদা আর সঞ্জীবদার গাওয়া।
সিঙ্গাপুরে পড়তে যাওয়ার পর তার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো অনেকদিন। ফেইসবুকে একদিন হঠাত্ বার্তা দেখি তার। মনটা আনন্দে ভরে যায়। সেই থেকে তার সঙ্গে রেগুলার ফেসবুকাবুকি চলে। সেই মারফতই তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এখানে ধরে নিয়ে আসছি। জয় ফেসবুক...
রানা... লিখতে থাকেন... আপনার পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম...
আর এই লেখায় আপনাকে জাঝা দিলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওরে খাইছে। আমি তো তাকে বরং গদ্য লিখতে বলে দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই লেখায় কি অপদ্য ছিলো কিছু? খুজেঁ পাই নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভেচ্ছা নেন রানা
নজু ভাইয়ের বদৌলতে আপনারে আজ জানা.. !
সচলে স্বাগতম !
"আজ তোমার মন খারাপ মেয়ে" আপনার লেখা এই গানটার কথা বইলা কতো মাইয়ারে যে পটাইছি ! ধন্যবাদ নজু ভাই "বোহেমিয়ান" এর পেছনের রানাকে পরিচয় করায় দেয়ার জন্য ।
নিয়মিত লেইখেন ।
ভাবী জানে এইটা ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জানে মানে, সে-তো হইলো আমার সকল (সু-কু)কীর্তির রাজসাক্ষী !
- সবজান্তারে একটা ভুগিচুগি দিলো!
হৈ মিয়া, আপনে ভাবীর ফুন নাম্বার দেন। আমি জিগাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার অত্যন্ত প্রিয় একটি গানের গীতিকার, সামান্য শ্রোতার মুগ্ধতা গ্রহণ করুন।
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বন্ধু নজরুল,ফাসাইলেন ই শেষ পর্যন্ত............
অপূর্ব লাগলো। খুব প্রিয় গানটির গীতিকারের সাথে পরিচিত হতে পেরে ভাল লাগলো। আরও চলুক।
আমি তো প্রথম কয়েকটা লাইন... মানে যতদূর পোস্টে না ঢুকেও পড়া যায় ততটুকু পড়ে ভাবতেসিলাম - এইটা একটা চমৎকার গানের লিরিক হইতে পারে।
সেইটা বলার জন্য পোস্টে ঢুকে নজরুল ভাইয়ের কমেন্ট পইড়া দেখি আপনে তো পুরান পাপী। স্বাগতম সচলে। আপনার আরো আরো চমৎকার সব লেখার অপেক্ষায় থাকলাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- পরী গানটা শুনলে মন খারাপ হয়! সেইজন্য যারা যারা এই পর্যন্ত পরী গানটা লিখছে, সবাইরে গণহারে "মাইনাস"!
তবে আপাততঃ আপনেরে কিছু কমু না। আরও লেখেন, নাইলে আপনেরেও মাইনাসের কাতারে ফেলামু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আজ তোমার মন খারাপ মেয়ে - গানটা আমার খুব প্রিয় গানগুলোর একটি।
আপনাকে সচলায়তনে স্বাগতম।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ওমা পরী গানটা আপনার লেখা wow! ঐ গানটা আমার এত্ত প্রিয়।
আর এই কবিতাও অসাধারণ লাগল দারুন! শেষে খুব মায়া মায়া কষ্ট লাগল
সচলায়তনে স্বাগতম।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
"পরী" আপনার লেখা! আমার অসম্ভব প্রিয় একটা গান। সেই গানের গীতিকারকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সচলায়তনে স্বাগতম।
এই পদ্যের কথাগুলোও অসম্ভব সুন্দর হয়েছে, সুর বসালে দারুন গান হবে একটা- নিশ্চিত।
পরী গানের স্রষ্টাকে সচলে স্বাগতম...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
যোস.....।।পরি গানটা সবাই এত পছন্দ করেন দেখে খুবি ভালো লাগলো।।
সচলায়তনে এসে ভালো লাগলো আরো বেশি......।।
বোহেমিয়ান
ভালোলাগার সবে তো শুরু।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন