এমন তো ছিল না
- তামান্না কাজী
(১)
অসহায় ক্লান্ত শহুরে জীবনে
প্রতিনিয়ত প্রতিযোগিতা -
এমন তো ছিল না শহরটা
ছিল হৃদ্যতা, আন্তরিকতা।
অবসরে ফিরে যাই অতীতে
কখনো নৌকো, কখনো পাখির ডানায় ভর দিয়ে।
ঘুরে বেড়াই স্মৃতির শহরে -
প্রতিটি অলি-গলি যেখানে
গান, সুর আর কবিতায় মুখর।
(২)
আধুনিকতার কুয়াশায় ঢাকা পড়ে গেছে
দেশজ সংস্কৃতির স্বচ্ছ প্রভাত কিরণ।
মুঠোফোনের জালে জনজীবনের আত্মসমর্পন -
আড্ডা দেবার সময় কই?
হারিয়ে গেছে বন্ধুদের হৈ-চৈ।
বাক্সবন্দী একা ঘরে বসে
চ্যাট করে সময় কাটে -
হলুদ খামে হয়না লেখা চিঠি
দরকার কী? ইমেইল তো পাচ্ছি!
তামান্না কাজী
মন্তব্য
সর্বশেষ চিঠি পেয়েছি ৭ বছর আগে। বাবা দিয়েছিল।... এর পর সব ইমেইল।
ইমেইল পড়া যায়, ছুয়ে দেখা যায়না।
আপনার কবিতারা মন ছুয়ে গেল।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
খুউব ভাল লাগল। দারুন লিখেছেন
ভালৈছে...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
সহজ। সুন্দর। ভালো লাগলো।
কথাগুলো একদম সত্যি।
আমি ভাবছি এখন থেকে প্রিয় জনদের ইমেইলের বদলে মাঝে মাঝে ডায়েরীর মতো চিঠি লিখব।
প্রথম পাণ্ডবের সাথে সহমত।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
লোকে এখন আর ইমেইলও করে না। সোশ্যাল মিডিয়ায় কূটতর্ক করে। কালেভদ্রে কোন খাবার দোকানে একত্রিত হয়। সেখানে কথা বলার চেয়ে ছবি তোলা হয় বেশি। খবর-আবেগ-চিন্তা শেয়ারের চেয়ে ছবি শেয়ার হয় বেশি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন