সত্যি বলতে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাইনা এবং পারবোও না (অভিমান নিহিত ভালোবাসার এক টিঠি)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ১:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গরম এক মগ "সবুজ চা" নিয়ে তোমাকে লিখতে বসলাম, যতক্ষন চা শেষ না হবে ততক্ষন লিখতেই থাকবো............

কি আমার উপর রাগ করে আছো? রাগ করোনা, একটা মজার এক্সপিরিমেন্ট (আমাদের সাংসারিক ঝগড়ার) হয়ে গেল আজ, তাইনা! আধো, না বলে, বা পুরো কথা বলেই আমরা এক অন্যকে অনেক কিছু বুঝিয়ে দিতে পেরেছি!!

তোমার অমন উদাসিন উত্তরে (তোমার মতে নাও হতে পারে) আমার অনেক কষ্ট হচ্ছিল তখন, মনে হচ্ছিল মরে যাই, দুরে কোথাও চলে যাই অথবা সরে আসি এই ভার্চুয়াল জগৎ থেকে। হয়তো আমি যদি ষোল-বিশ বছরের কোন মেয়ে হতাম তবে, সেরকম (উপরোক্ত) হয়তো কিছু হয়তো ঘটেই যেত!

আমি অনেকক্ষন খুজতে চেষ্টা করলাম, আমার ভুল কোথায় (কমপক্ষে নিজের মনের মাঝে এক কোটি বার জপেছি এই তিনটি শব্দ), কেন এমন হচ্ছে!! বিশ্বাস কর কোন উত্তর পাইনি নিজের কাছ থেকে। তারপরও শুধু এইটুকু জানি, আমি এখন "নারী", পরিণত সিদ্ধান্ত নেয়ার বয়স আমার তাই, আমি কিছুতেই, কোন কিছুর বিনিময়েই, তোমাকে হারাতে পারবোনা।

আমার মাঝে আমার নিজের চাইতে তোমার বসতিই বেশী, আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনই তোমার নাম ধরে উঠানামা করে। আমার মাঝে তোমার উপস্থিতি ভয়ংকর রকমের...... তোমার সাথে কথা বলবোনা ভাবলে বুকের একপাশে তীব্র ব্যাথা শুরু হয়, অভিমানে চোখের জল হয়ে গড়িয়ে, গাল বেয়ে গলায় নেমে এসে জানান দাও এত সহজে আমার কাছ থেকে আলাদা হচ্ছো না, আর মাঝে মাঝে আমার মনের অনেক গভীর থেকে আওয়াজ তুলে জানান দাও যে, তুমি আমার দেহের/হৃদয়ের/আত্নার অংশ। আমার কোন কিছুই আর আমার নেই তা আমি বুঝে গেছি.....

মানুষ কখনো তার প্রিয় মানুষের সাথে (কোন সুন্দর মানুষের) কারো তুলনা করে কিনা জানিনা...কিন্তু তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি এবং আমাকে তোমার নামে করে দিয়েছি সেদিন থেকে তোমার বাইরে (আমার পরিবার এবং সহকর্মীরা ছাড়া) পুরুষের অববয় কেমন হয় সেদিকে আমি তাকাতে ভুলে গেছি, তোমার চাইতে সুন্দর কোন পুরুষ হতে পারে তা আমি চিন্তাও করতে পারিনা!!

তোমার মনে আছে, প্রথম দিকে যখন তুমি আমাকে আমাকে মেইল করতে তখন আমি তোমাকে একবার লিখেছিলাম "আমি তার সাথেই সাগর এর পাড়ের বালুকায় হাটতে যাবো যার দিন শুরু এবং শেষ হবে শুধু মাত্র আমার ভালোবাসার জন্য"! আমি বিশ্বাস করি যেদিন থেকে তুমি আমাকে ভালোবেসেছো ঠিক সেদিন থেকে তোমার দিন শুরু এবং শেষ হয় আমার ভালোবাসার জন্য এবং একই ভাবে আমার দিন শুরু এবং শেষ হয় শুধু তোমার ভালোবাসার জন্য।

শোন, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, তোমার প্রতিটা শব্দের উপর গভীর আস্থা আছে আমার। আমি জানিনা, আমি তোমার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি কিনা!! তোমার সাথে আমার হয়তো বিয়ে হয়নি কিন্তু এই অল্প সময়ের (আমার কাছে হাজার যুগেরও বেশী) ভালোসায় আমি আমার মন,শরীর ও আত্না থেকে তোমাকে আমার "স্বামী" মেনে নিয়েছি। তুমি আমার এই ভাবনাকে কিভাবে নিবে জানিনা তবে, আমি যা বলছি সত্যি বলছি। কেউ যদি এখন আমাকে আমার বৈবাহিক সম্পর্ক জানতে চাইলে আমি কোন কিছু ভাবার আগেই বলে দিতে পারবো যে, আমি বিবাহিতা, স্বামীর নাম জিজ্ঞেস করলে, আমি অনায়াসে তোমার নাম বলে দিতে পারবো বা প্রয়োজনে বলবো।

তুমি যখন আমাকে তোমার "বউ" বলো তখন এটা তুমি তোমার মন এবং বিশ্বাস থেকেই বলো, এটাই আমি জানি এবং তা মনে প্রাণে বিশ্বাস করি। বিশ্বাস করো আমার ভালোবাসার মধ্যে বিন্দু মাত্র খাঁদ, শঠতা, অবিশ্বস্থতা নেই, আমি তোমাকে পৃথিবীর যে কোন কিছুর চাইতে বেশী ভালোবসি।

আজ থেকে তোমার কাছে আমার আর কোন অভিযোগ থাকবে না....তুমি হয়তো ঠিকই বলেছিলে যে, "তোমার ভালোবাসাকে দেখার দৃষ্টি আলাদা"। তোমার ভালোবাসা আমাকে যা দিয়েছে তা দিয়ে বাকী জীবনটা অনায়েসে কেটে যাবে। এই পৃথিবীতে অগণিত মানুষ আছে যারা তার প্রিয় মানুষটাকে কোনদিন জানাতে পারেনা তার ভালোবাসার কথা, তারপরও সেই ভালোবাসার মানুষটার অপেক্ষায় সারা জীবন কাটিয়ে দেয়। আর আমি তো অনেক ভাগ্যবান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাদের দু'বার দেখা হয়েছে , অনেকবার কথা হয়েছে, আমরা আমাদের অনুভুতিগুলো ভাগাভাগি করতে পেরেছি, এর বাইরে আর কি চাই!! এভাবে তো মরে গেলেও শান্তি!!

আমি ওয়াদা করছি, আগামী সময়গুলোতে যা কিছুই হোক না কেন, আমি যেখানেই যে অবস্থাতেই থাকিনা কেন, তোমার জন্য আমার ভালোবাসা কোনদিনও কম হবে না এবং আমি কোনদিনও তোমাকে ছেড়ে যাবোনা, মরে গেলেও আত্না হয়ে ফিরে আসবো তোমার কাছে, ঘিরে থাকবো তোমায় ।

সত্যি বলতে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাইনা এবং পারবোও না..........

কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম

...................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অন্যের ব্যক্তিগত চিঠি পড়ার অভ্যেস নেই বলেই কিনা জানিনা, এই চিঠিটি পড়তে বেশ বিব্রত বোধ করেছি। আশা করি কোন বিশেষ উদ্দেশ্য নেই এই লেখার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কল্পনা আক্তার এর ছবি

না ভাই, বিশেষ কোন উদ্দেশ্য নেই।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রায়হান আবীর এর ছবি

কঠ্‌ঠিন প্রেমপত্র...

আমাকে কেউ এভাবে লিখলে আমি মনে হয় পালাইতাম... আপনার (স্বামী) অবশ্যই পালাবে না। দুনিয়াতে তো আর সবাই আমার মতো গান্ধা না। দেঁতো হাসি

=============================

কল্পনা আক্তার এর ছবি

পালাইতেন কেন! চিঠির মধ্যে দিয়া দৌড়ানি দেয়া যায় নাকি!! ইয়ে, মানে...

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রেনেট এর ছবি

কিন্তু...আপনার তিনি কি সচলায়তন পড়েন? চিন্তিত
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কল্পনা আক্তার এর ছবি

নাহ্.......এই কারণে মহা বাঁচা বেঁচে গেছি দেঁতো হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

তানবীরা এর ছবি

বড্ড তীব্র অভিমান। সময় অনেক কিছুকে ঠিক করে দেয়। Time is the best healer. Either দুঃখকে আমরা এবজর্ব করে নেই or দুঃখ আমাদেরকে করে নেয়। ভালো থাকুন।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কল্পনা আক্তার এর ছবি

সময় মহৌষেধের পাশাপাশি, সময় বে-রহমও হয় আপু।

পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ধুসর গোধূলি এর ছবি

- পড়ার সময় আমার অবস্থাও মা.মু'র মতো হয়েছে।

মজা করতে চাইছিলাম, কিন্তু করলাম না। কারণ কেনো যেনো মনে হচ্ছিলো অনুভূতিটা প্রকট! কারো প্রকট অনুভূতি নিয়ে ধুগো মজা করে না।

আপনাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকলে অচিরেই তা নিরসন হয়ে যাক!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কল্পনা আক্তার এর ছবি

হুম, সব ঠিক হয়ে যাবে, শুধু এই সময়গুলো....সময়গুলো কাটতেই চায়না। সময়ের দৈর্ঘ্য-প্রস্থ বুঝি বেড়েই গেছে মন খারাপ

পড়ার জন্য অনেক ধন্যবাদ।
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

কল্পনা আক্তার এর ছবি

শিরোমানে বানান ভুলের কারণে "চিঠি"র স্থলে "টিঠি" হয়ে গেছে, এই অসাবধানতার এবং অন্যান্য ভুল বানানের জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ভবিষ্যতে আরো সাবধান হয়ে লেখার জন্য সচেষ্ট থাকবো।

এই বানান ভুলটাকে ঠিক করার কোন উপায় আছে নাকি? থাকলে, কেউ জানালে বা মডুরা যদি ঠিক করে দিতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকবো।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অম্লান অভি এর ছবি

প্রগাঢ় অনুভূতির অবিমিশ্রিত অভিমানের চিঠি!
আপনি (লেখিকার মন-জাগতিক স্বামী) কি শুনতে পাচ্ছেন, এই নশ্বর পৃথিবীতে ঈশ্বরের অপার অনুভূতির উচ্চারণ।?। অনুভূতি স্তিমিত হবার আগেই সাড়া দিন। কারণ আমরা স্বার্থপর হতে হতে অনুভূতি শুণ্য হয়ে যাচ্ছি।
আপনার মননের ঘর পরিপূর্ণ হোক বাস্তবের ছোঁয়ায়।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

কল্পনা আক্তার এর ছবি

অনেক ধন্যবাদ।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... আপনার বাড়িতে খাইতে আসতেই হবে মনে হচ্ছে এবার... ঘরে খাদ্য নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কল্পনা আক্তার এর ছবি

কন কি আপনার ঘরে খাদ্য নাই!! নূপুর খাওন দেয়া বন্ধ কইরা দিছে নাকি, হইছে কি!!

প্রতিবেশী হইয়া না খাইয়া থাকলে আল্লাহ্ গুনা দিবো হাসি

চইলা আসেন, আর ওই দিনের রান্না সবাই খাইতে পারছিল, যতদ্দুর জানি পরে কারো কোন "ব্যামো" ও হয়নাই দেঁতো হাসি

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতন্দ্র প্রহরী এর ছবি

দুনিয়ার সব মানুষ তো এক না, কারো কাছে যেটা প্রগাঢ় ভালবাসা মনে হয়, সেই একই মাত্রার ভালবাসা আবার কারো কাছে হয়ত অস্বস্তিকর ও অত্যাচার। এই মতভেদের কারণেই মনে হয় সমস্যার সৃষ্টি হয়। অভিমান করবেন না, এভাবে শুধু শুধু নিজেকেই কষ্ট দেয়া।

আপনার জন্য শুভকামনা রইল। আশা করব, আপনার "ও" অবশ্যই বুঝতে পারবে আপনার অনুভূতি, এবং তার মর্যাদাও অবশ্যই দেবে। ভাল থাকুন। লিখুন আরো।

কল্পনা আক্তার এর ছবি

আমিও আশা করছি এই সাময়িক সমস্যাগুলো দুর হয়ে যাবে।
অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য।

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

টুটুল এর ছবি

ঘটনা কি?
ক্যাম্নে এরম হৈল?
ঠিক হৈয়া যাইপে ইনশাল্লাহ...

শুধু সময়টাকে ভুলে যান... মানুষটাকে নয়...

কল্পনা আক্তার এর ছবি

আমিও আশা করছি সব ঠিক হয়ে যাবে।

মানুষটাকে ভোলা কি সম্ভব!!

আফনেরা আছেন কেমুন?

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার লেখা কি এই প্রথম পড়লাম, কল্পনা?
ভীষন আবেগমাখা লেখা। ভালো লাগলো।
সমস্যা মিটে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
অতএব ভালো থাকুন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কল্পনা আক্তার এর ছবি

জ্বি আপু, এটাই সচলায়তনে আমার প্রথম কোন লেখা।
ধন্যবাদ পড়ার এবং আপনার শুভ কামনার জন্য হাসি

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ক্যামেলিয়া আলম এর ছবি

হালকাচ্ছলে শিরোনাম আর মন্তব্য হলেও লেখাটা কারও উদ্দেশ্যে। আশা করি যার উদ্দেশ্যে লেখা সে জানুক----------মানুক ভালবাসার গভীরতা।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

কল্পনা আক্তার এর ছবি

আমি চাই, সে তার হৃদয় দিয়ে আমার ভালোবাসার গভীরতাটাকে জানুক....

পড়ার জন্য ধন্যবাদ

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মুশফিকা মুমু এর ছবি

কল্পনা আপু খুব মন খারাপ হয়ে গেল, মন খারাপ দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনার এত আবেগ এত ভালবাসা দিয়ে লেখা চিঠি উনি পড়লে না মান ভেঙ্গে থাকতেই পারবেনা। এটলিস্ট আপনি জানেন যে উনি সত্ এবং আপনাকে ভালবাসে, কাউকে ভালবেসে তার ভালবাসা না পাওয়া অনেক কষ্টকর মন খারাপ আর তার ওপর যদি জানা যায় যে সে সত্ না তখন সেটা আরো অনেক বেশি কষ্টকর।
আপনার লেখা খুবি সুইট হয়েছে, আপনার ওনাকে অবশ্যই পড়ান হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কল্পনা আক্তার এর ছবি

হুম, আমি জানি সে তার ভালোবাসার প্রতি সৎ এবং এই জন্যই নিঃশব্দে ভালোবাসতে চাই হাসি

ধন্যবাদ পড়া এবং মন্তব্যর জন্য।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আলমগীর এর ছবি

কল্পনার এইটাই মনে হয় প্রথম লেখা পড়লাম (বাকী সব কমেন্ট পড়ছি)।
পড়তে গিয়ে দেখছি কাহিনীতে দুঃখ।

কল্পনা আক্তার এর ছবি

এটাই আমার প্রথম লেখা আলমগীর ভাই, দুঃখিত আপনাদের দুঃখ দেয়ার জন্য। তবে, কথায় আছে না, দুঃখের পড়ে সুখ আসে.........তার অপেক্ষা করছি হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মুস্তাফিজ এর ছবি

কেন যেন মনে হচ্ছে এটা নিছক কোন লেখা মাত্র নয়
এটুকুই বলতে পারি ভালবাসার ছোঁয়ায় মানুষ বদলে যায়, উঠে দাঁড়ায়, আপনার বেলাতেও তেমনটি আশা করি

...........................
Every Picture Tells a Story

কল্পনা আক্তার এর ছবি

শুভ কামনার জন্য ধন্যবাদ হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ভালোবাসা কখনও কখনও কারো কারো জন্য দমবন্ধকর , অত্যাচার মনে হতে পারে হয়ত। তখন দুজনের সম্পর্কে কিছুটা স্পেস দরকার পড়ে। আপনি ও ওনাকে সেটুকু দিন । দেখবেন সব ঠিক হয়ে যাবে।
ভালবাসার নিশ্চয়ই শক্তি আছে।এখন ও বিশ্বাস করতে চাই।
ভাল থাকুন।

কল্পনা আক্তার এর ছবি

সব ঠিক হয়ে যাবার অপেক্ষায়ই আছি হাসি

আপনিও ভালো থাকুন।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

নিরিবিলি এর ছবি

বেশী আবেগ,অভিমান নাকি প্রকাশ করা যায় না। আপনার অভিব্যক্তি প্রকাশ দেখে আমি অবাক। অসাধারন...লিখতে থাকুন।

কল্পনা আক্তার এর ছবি

জানতাম না তো, আমি কিভাবে পারলাম তাও বুঝতে পারছিনা!! তবে, যখন লিখছিলাম তখন বারবার আমার লেপুর স্ক্রিনটা ঘোলা হয়ে যাচ্ছিল......আর এই মাঝে মাঝে ঝাপসা হয়ে যাওয়ার রোগটাও হয়েছে কমবখত্ প্রেমটা হওয়ার পর....কি যে করি, কই যে যাই চিন্তিত !!!

ধন্যবাদ পড়ার জন্য।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অনিকেত এর ছবি

কল্পনা,

প্রথমেই আপনাকে একটা সাধুবাদ জানিয়ে দিই। নিজের এমন গহীন সংবেদনশীল অংশ মানুষ সাধারনত অন্যকে দেখাতে ভয় পায়।আপনি যে সাহসিকতায় এই দুঃসাধ্য কাজটি করেছেন, তার জন্য আপনাকে সাধুবাদ জানাতেই হয়।

এক মানুষ থেকে আরেক মানুষ কত ভিন্ন। মনে, মেজাজে, কাজে--- আমরা প্রত্যেকেই একেক জন।কিন্তু কিছু কিছু অনুভুতির এক ধরনের সার্বজনীনতা আছে।

আপনার এই লেখাটা অনেক দিন ধরে সচেতন চেষ্টায় ভুলে যাওয়া একটা ক্ষন কে মনে পড়িয়ে দিল।

কত আলাদা আমরা একেক জন---অথচ কী ভীষনরকমের এক !!

ভাল থাকবেন।

কল্পনা আক্তার এর ছবি

অনিকেত দা,

আমার মনে হচ্ছিল আমার ভিতর থেকে কথাগুলো কোন
ভাবে বের হওয়া দরকার, আমার দম বন্ধ হয়ে আসছিল।তাই ভেতরের
কথাগুলো কি-বোর্ড হয়ে অর্ন্তজালে জায়গা করে নিয়েছে।

আপনি অনেক সত্যি একটি কথা বলেছেন, কিছু অনুভুতির ধরণ
আসলেই সার্বজনীন হয়।

পড়ার এবং আপনার সুন্দর লেখনীর (মন্তব্যর) জন্য অসংখ্য ধন্যবাদ।
..................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পান্থ রহমান রেজা এর ছবি

ভালোবাসার বহুত হ্যাপা, তাই আরেকবার দেখলাম।
সময়ে সব ঠিক হয়ে যাবে, এমনটাই কামনা করছি। ভালো থাকুন।

কল্পনা আক্তার এর ছবি

হুম, ভালোবাসায় অনেক হ্যাপা, খবরদার ওই মুখো হবেন না.....

শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। হাসি
..................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।