দৃশ্যমান সাজানো সংসারে অদৃশ্য বাসনাগুলো
প্রতিনিয়ত রক্তাক্ত করে-
হৃদয় ক্রমশঃ হয়ে ওঠে নিটোল তরমুজের মত।
ভালোবাসা ও পরিতৃপ্ত আদর ধীরে ধীরে সরে যায় দূরে-
অচিরেই ভালোবাসা বাসা বাঁধে বোঝাপড়ার সাথে।
সামর্থ্য ও স্বপ্নের বিশাল দূরত্ব সাপের মত আষ্টে-পৃষ্ঠে পেঁচিয়ে ধরে
মহান মানবজন্ম আর আত্মার বিশালতাকে -
নিজেকে উভচর ব্যাঙ বা ততোধিক কুৎসিৎ ক্ষুদ্র কিছু বলে মনে হয়।
আমি ক্রমশঃ ব্যাঙ হয়ে যাচ্ছি
যার হৃদয় রক্তাক্ত তরমুজ,
অথবা বিবর্তিত হচ্ছি
টিকটিকি বা তেলাপোকায়,
যে গৃহবাসী হয়েও বাসিন্দার মর্যাদা হতে বঞ্চিত।
মন্তব্য
আপনার আগের কবিতা-টা অসম্ভব ভাল লেগেছিল। ভাল লাগল এটাও। লিখুন আরো...
সুন্দর
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
থিম টা ভালো লাগলো......
অভিনন্দন,তামান্না......।
বোহেমিয়ান
হুমম, এই তাইলে কতা ............।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ব্যাঙ থেকে আবার রাজপুত্র কি রাজকন্যা হওয়ার-ও একটা প্রক্রিয়া আছে বলেই ত জানতাম
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
'রূপকথার মৃত্যু' নামে রমাপদ চৌধুরীর একটা অণুগল্প আছে। পড়েছেন কিনা জানি না। না পড়ে থাকলে খুঁজে পড়ে নেবেন। মূল কথাটা হচ্ছে রূপকথারা বহুকাল আগেই মারা গেছে। তাই ব্যাঙ থেকে আজকাল আর কেউ রাজপুত্র/রাজকন্যা হতে পারে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন