ছেঁড়াটাকা
পৃথিবীর লোকেরা দুই দলে বিভক্ত, চালাক আর বোকা
আমি মনে হয় বোকাদের দলেই পড়ি
রিক্সাওয়ালা, দোকানদার প্রায়ই হাতে গুঁজে দেয় ছেঁড়া টাকা
বেখেয়ালে পকেটে ঢুকিয়ে নির্বিকার বাড়ি আসি
স্ত্রী নির্বুদ্ধিতার এই পুনরাবৃত্তিতে হতবাক হয়ে যায়
পড়ার টেবিলের ড্রয়ার ভরে ওঠে ছিন্ন মুদ্রায়
ধরা পড়ে যাওয়ার লজ্জ্বায় সহজে চালানোর চেষ্টা করিনা
মাঝে মাঝে নতুন নোটের ফাঁকে অথবা স্কচটেপ লাগানো অংশ
ভাঁজে লুকিয়ে চেষ্টা করি, সার্থক হই না
কদাচিত্ সফল হলেও হাত ঘুরে ঘুরে আবার
আমার হাতেই এসে পড়ে ।
নি:সঙ্গ
মধ্যরাতে শীতে কাঁপতে কাঁপতে ঘুম ভেঙ্গে
টের পেয়েছিলাম জ্বর এসেছে
সেইবার তোমার ওমেই আরোগ্য ।
ভয় পাওয়ার ভয় আমার বুক জুড়ে
প্যাকেট খুললেই পাই সিগারেট
লোকালয় থেকে একটু হেঁটে পার্কের বেঞ্চিতে
সুলভ একাকীত্ব !
আজকাল প্রায়ই জ্বর আসে
অথচ দেখো-
কাম্য সঙ্গ এখন কত দুর্লভ ।
আকরাম খান
মন্তব্য
খুব ভালো লাগলো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
চমৎকার
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যা দৈনন্দিন এবং স্বাভাবিক তা-ই চিরায়তের মূল প্রনোদনা । আকরাম খানের ‘সুলভ একাকীত্ব’ তাই আমাদের প্রত্যেকের নি:সঙ্গতা কে আমাদের মূখোমুখি দাড় করিয়ে দিয়েছে । যোগাযোগ স্থাপনের যে আকাক্খা মানুষের শ্বাশত তার প্রয়োজনবোধকে তিনি এঁটে দেন কবিতা আর আমাদের ব্যক্তিতন্ত্রের হাহাকারের ঐকতান থেকে তিনি যাত্রা শুরু করেন চিরায়ত কবিতার পথে ।
এ যাত্রা কবিতার এ যাত্রা মানুষের শ্বাশত আকাক্খার পথে যাত্রা । চমৎকার কবিতা দুটি`র প্ররোচনা আমাকেও কবিতার স্বপ্ন দেখাবে নিশ্চয় ।
অভিনন্দন আকরাম খান কে ।।
৫×
পৃথিবীর লোকেরা দুই দলে বিভক্ত, চালাক আর বোকা
আমি মনে হয় বোকাদের দলেই পড়ি
আসেন ভাই, আমার ছাতার নীচে আসেন
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন