অবিন্যস্ত ঘরটার এককোণায় টেবিলে বসে শাওন ভাবছিল কোন শাস্তিটা দিলে সেটা 'উচিৎ শিক্ষা' হবে মৌয়ের জন্য।গত দেড়বছরে জমে গেছে প্রচুর ছবি।তার মধ্যে অন্তরংগ ছবিও নেহায়েত কম না।মেইলবক্স ঘাটলে রোমান্টিক চিঠিরও দেখা মিলবে।এসএমএস গুলোই বা কম কিসে?
সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ ওর হবু বরের ঠিকানায় পাঠালে কেমন হয়?হুহ! বিয়ে করার শখ মিটে যাবে।
নাহ হবে না।এতে হয়ত শুধু বিয়েটা ভাংবে।ওকে এতো কম কষ্ট দিয়ে পোষাবে না শাওনের।আরও কঠিন কোন শাস্তি ভেবে বের করা দরকার।ক্লান্ত বোধ করল সে।
বিছানায় যাওয়ার উপায় নেই।বালিশ,চাদর,বইপত্র,জামাকাপড়ে উপচে পড়ছে সেটা।এতো আগোছালো ঘর একদম ভাল লাগে না ওর।ঘর গুছানোর মানসিক শক্তি পাচ্ছে না।টেবিলের উপর ব্রাউন পেপারে মোড়া বইগুলো যেন ওকে দেখে হাসছে।
বইগুলো মলাট করো না কেনো শাওন?কালকে পেপার কিনে রেখো আমি করে দিয়ে যাবো।আজকে সারাবিকাল আমরা রিকশা করে ঘুরবো।পাশের রিকশায় কি দেখো? মেয়ে না দেখে থাকতে পারো না?
খবরটা বাতাসে ভাসতে ভাসতে দ্রুতই এসেছিলো শাওনের কাছে ।পলাশ একগাল হাসি দিয়ে ওকে বলেছিল,
-জানিস না মৌয়ের বিয়ে?আগেই বলছিলাম মাইয়্যা বেশি চালু,পাত্তা দিলি না তুই।
শাওনের রক্তাক্ত চোখের দিকে আর তাকিয়ে কথা বাড়ায় নি পলাশ।খুব অবশ্য অবাক হয়নি ও।গত একমাস ধরেই ফোন ধরে না মৌ।কলও ব্যাক করে না।নিজেকে কি সব জানি বুঝিয়েছিলো নিজেকে শাওন.........হয়ত অসুস্থ অথবা বাড়ীতে ঝামেলা,মোবাইল অন্য কারো কাছে।প্রতিটা মুহূর্ত ও অপেক্ষায় ছিল।হয়ত এখনি ফোন আসবে,কালই হয়ত ক্লাসে আসবে মেয়েটা।অপেক্ষা করতে করতে একসময় ভীষণ মন খারাপ হচ্ছিলো।খুব কষ্টের ছিল সময়গুলো।একটা সময় এসে বুঝে ফেলল আর কোনো মানে হয়না
এসব চিন্তা করার।।তবুও মনের ভেতরে কে যেন অপেক্ষা করত।বিছানার জিনিস একপাশে সরিয়ে অল্প জায়গা করল।বালিশে মাথা রেখে আরাম লাগলো।কি লাভ প্রতিশোধ নিয়ে?অনেক ভালোবাসার মানুষকে যে কঠিন শাস্তি দিয়েও সুখ পাওয়া যায় না।
মন্তব্য
লেখক ভায়া নাম-ধাম, ঠিকানা দিলেন না। চিনব কি করে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- একেবারে জম্পেশ একটা ছ্যাঁকামাইসিনের কাহিনী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইহাকেই বলে ছ্যাঁকামাইসিন! তবে অন্তরং কিছু মুহুর্ত যেহেতু কাটানো গেছে সেহেতু পুরাপুরি লস প্রোজেক্ট হয়নি।
প্রেম করলেই কেন বিয়ে করতে হবে বুঝিনা, অবশ্য প্রেম কেন করতে হবে সেইটাইতো বুঝিনা!
গল্প ভালো লেগেছে। অতিথি লেখক হিসেবে লেখার সময় কখনো কখনো নামধাম লিখতে মনে থাকেনা। কমেন্টে লিখে দিয়েন।
শুভেচ্ছা।
নাম দিতে ভুলে গেছি।পরে মনে পরল।
মাঝখান থেকে উদ্ধৃতি হয়ে গেলো কেনো সেটাও বুঝলাম না।
কোন প্রজেক্টেই ১০০% লস্ হয় না ,
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
লেখাটা ভাল হয়েছে। তবে যদি কিছু মনে না করেন, ফরম্যাটিং-এর দিকে আরেকটু নজর দেয়ার অনুরোধ করছি। লিখুন আরো...
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
অনেক ধন্যবাদ প্রহরী।ডায়ালগ ইটালিক করতে যেয়ে নীচের অংশ উদ্ধৃতি হয়ে গেছে!
- এই মন্তব্যে বিশাল মজা পাইলাম ধরিবক। ইটালিক কই আর উদ্বৃতি কই? কমসেকম এক মাইল দূরত্ব দু'য়ের মাঝে। মানুষ ঘুমের তালেও তো এইটা অতিক্রম করতে পারবো না, আপনে ক্যামনে করলেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূগোদা, বকের গলা তো অনেকটা জিরাফের মতো লম্বা। তাই হয়তো।
মিঃ বক মশায়, আপনি আবার আমার মন্তব্যে মাইন্ড খাইয়েন না। ধূগোদাকে সুযোগ বুঝে একটু জ্ঞান দিলাম আরকি।
নাহ, কোন সিস্টেম লস হয় নাই।
কী ব্লগার? ডরাইলা?
- কন্কী মমিন?
আপনে জানেন কেমনে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কমু না। আপ্নের সেই গোপন প্রেমিকার পরিচয় মিলেছে এতদিনে?
কী ব্লগার? ডরাইলা?
- হ,
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি মৌয়ের বিয়ার দাওয়াত খাইতে চাই।
প্রেমিকা নিজের বৌ হওয়ার চেয়ে পরের বৌ হলে রোমান্টিক থাকে বেশিদিন
শুধু তার হানিমুনের কয়েকটা দিন একটু কষ্ট করে কাটাতে হবে প্রেমিককে
এই আরকি
কেউ আমার ছ্যাঁকা খাওয়া শাওনের দুঃখ বুঝলো না।আমারই ব্যর্থতা ।
আরেকজন আবার বিয়ের দাওয়াত চায় !!
লীলেন ভাই নিঃসন্দেহে অভিজ্ঞ মানুষ তাই দ্বিমত প্রকাশের সাহস করলাম না।
ধু গো এই নিরীহ বকের ফরম্যাটিং এর পিছনে লাগবেন না তো, পরের বার আশা করি ভুল হবে না।
ভালো হয়েছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন