'ভাষার জন্য মোরা'
ডা. মো. মাহফুজুল হোসেন
Email:
মোরা বাংলা মায়ের মুক্তির লাগি
বাংলা ভাষার টানে
জীবনপাতের উতলা সাগরে
সাহসী নোঙর ফেলেছি,
শান্তির তরে অন্যায় রোধে
যুদ্ধের পথে নেমে
বন্ধ খাঁচার শৃঙ্খল খুলে
মুক্ত-গগনে উড়েছি,
পরাধীনতার সব গ্লানি মুছে
স্বাধীন স্বদেশ গড়েছি,
সবুজের বুকে নব সূর্যের
বিজয় পতাকা তুলেছি।
মোরা স্বীয় সত্ত্বার সীমানা আঁকিতে
বিশ্ব-ম্যাপের মাঝে
একুশেরই পথে নব-সুর গেঁথে
মুক্তিযুদ্ধ করেছি,
দুঃশাসনের বঞ্চনা থেকে
এদেশ মুক্ত করে
হানাদারদের কালোথাবা হতে
কৃষ্টি রক্ষা করেছি,
লাখ শহীদের রক্তের দামে
বঙ্গ-কানন গড়েছি,
ধর্মান্ধতা বিদ্বেষ ছেড়ে
সমপ্রীতি গড়ে তুলেছি।
মোরা রক্তে রাঙানো ফাগুনের সুরে
একুশের গান রচেছি তাই
স্রষ্টার পানে দুটি হাত তুলি
শহীদ রুহের শান্তি চাই,
একুশ আসে একুশ যায়
একুশ যেন মর্যাদা পায়
বিশ্বে মোদের মান বাড়াতে
এসো এবার শপথ নেই,
মিছে বোলচাল মেকিভাব ছেড়ে
শাশ্বত প্রেমের সংগীত গাই,
বাটপারি আর হানাহানি ভুলে
সোনার তরীর বৈঠা বাই।
মন্তব্য
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
নতুন মন্তব্য করুন