তোমার সঙ্গে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৮:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেদনার রাত মাথায় করে দাড়িয়ে থাকি
বিষে নীল এক মনুষ্য আত্নার দিকে ফিরে,
আত্না কি নীল হয় আদৌ?
বিশ্বাস আর চেতনা কি মেঘাচ্ছন্ন হয়?
আত্ন-সংহারের মহিমায়?
দু'পায় ঠাঁয় দাঁড়িয়ে আছি, ফিসফিস হাওয়ার
একরাশ হুঁহুঁ দীর্ঘশ্বাস নিয়ে শূন্য বুকে।

ভাল ছিলে তুমি? শুরুটা হয়ত এমনই হত রোজ,
তারপর
প্রাত:কৃত্য, চা আর অভ্যস্ত নিপূণতার প্রয়োগে রান্নার
ফাঁকের সময়গুলিতে তুমুল প্রতিক্রিয়ার জগত,
চুপিসারে কথা বলা।
রোদ্দুরের শেষ ফালিটুকু পড়ে ঝলমল করে ওঠা বিকেলে
মনিমুক্তার মত ঘোর। প্রসন্নতা।
সব মিলিয়ে গেছে, এক লহমার দমকা হাওয়ায়।
আমি এখন তাকিয়ে দেখি - ভেস্তে যাওয়া স্বপ্নগুলো
আমার হাতের ঝাপসা রেখায়।

একবার লঘু জল্পনার কথা ভেবে দেখো,
পরম মমতায় পাঁচটি বছর বুড়োনোর ইচ্ছা
মনের গভীরের আটপৌরে আশাভরসা,
ইচ্ছার আশ্চর্য শক্তির কথা ভাবতে পার,
ইচ্ছে করলেই সব পার তুমি, নিশ্চিত মনে।
নাহ। বরং ভাবো প‌্রাপ্ত অবহেলার কথা।
প‌্রাপ্ত 'বস্তুর অতীত` নিবিড় বসতির কথা।
বিরহ বোধ করার দংশন তো থাকতে নেই,
প্রত্যাখ্যানে তেমন কোন জ্বালাও নেই।
ফের স্বাভাবিক হবে সবকিছু,
জীবন হয়তো একদিন মুচকি হাসবে নিঃশব্দ কৌতুকে, সময় এলে।

আচ্ছা, সেই সব অলৌকিক আনন্দ কি শুধু উন্মাদনা ছিল?

Shafi Ahmed


মন্তব্য

হরিপদ কেরাণী [অতিথি] এর ছবি

সুন্দর! মায়াময় কবিতা।

হরিপদ কেরাণী [অতিথি] এর ছবি

সুন্দর! মায়াময় কবিতা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।