এইমাত্র, আদেশ আসল আমার উপরে বাংলাদেশের উপরে একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরী করার জন্য, বিজয় দিবস উপলক্ষে। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।আমার হাতে সময় আছে শুধুমাত্র আগামী কাল।পরশু, অর্থাৎ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফোর্স হেডকোয়ার্টারে এটা দেখানো হবে।সকল জাতিসংঘ স্টাফ যারা কাজ করেন তারা থাকবেন। ফোর্স কমান্ডার এখন বাংলাদেশের। সুতরাং খুবই সুন্দর করে বাংলাদেশ কে তুলে ধরতে হবে।মান-সম্নানের প্রশ্ন। আমি এখন ছবি কোথায় পাই? আমার কম্পিউটারে বড় জোর ২০/২৫ টা ছবি আছে। ইন্টারনেটে পাগলের মত খুজতেসি। প্লীজ আমাকে একটু হেল্প করেন। লিঙ্ক দেন, কোথায় বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, গ্রাম, বৈশাখী মেলা, ষড়ঋতু, মুক্তিযুদ্ধ এসবের উপরে ছবি পাব??খুঁজে বের করে বাছাই করার সময়ও নাই। আমি ব্যাক গ্রাউন্ডে ইন্সট্রুমেন্টাল রবীন্দ্র সংগীত দেব ভাবছি। ওটাই এখন কম্পিউটারে আছে। আর যা ছবি পাব আপনারা যা সাহায্য-সহযোগীতা করবেন, তাই ভরসা। আমার ইমেইল এড্রেস এ সরাসরি ছবি পাঠাতে পারেন, মিনিমাম রেজুলেশন যেন ৮০০ x ৬০০ থাকে। আমার ইমেইল এড্রেস হল ।- যুবরাজ, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী,লাইবেরিয়া।
মন্তব্য
এই ভিডিওটা বেশ ভালো, বাংলাদেশ সম্পর্কে খুব পজিটিভ একটা ধারণা দেয় ... লিংকটা রেখে দেন, এইবার না হইলেও পরে কখনো কাজে লাগতে পারেঃ
ছবির জন্য উইকিপিডিয়াই যথেষ্ট মনে হইলো ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমিও উইকিমিডিয়া ঘাটাতে বলতাম। কিংকুর দেওয়া ভিডিওটাও খুব কাজের জিনিস। একটা স্লাইডের শেষ দিকে রাখা যায়।
ফ্লিকারের ছবিপাড়া-র ছবি দিয়েছিলেন অরূপ ভাই। সেই লিংক/ছবিগুলো ঘেঁটে দেখুন।
UIUC-র ইমরানুল হকের তোলা এই ছবিটা আমি আমার ওয়েবপেজে ঝুলিয়ে রেখেছি। সাথের লেখাটা দেখলেই কারণ বুঝবেন। বিবিসি-র জরিপে বাংলাদেশ ২০০৬ সালের সবচেয়ে হাসি-খুশি দেশ হয়েছিল। এত দারিদ্র্যের পরও।
ক'দিন আগেই অলিম্পিকের সময় গার্ডিয়ানের একটি লেখায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ২য় সেরা বলে গণ্য হয়েছিল। এগুলো জানাতে পারেন।
ছবিটা নিলাম। পুরোদমে কাজ শুরু করেছি আপনাদের দোয়ায়। আশা করছি ভাল কিছু একটা দাঁড় করতে পারবো।
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------
কিং-কং'এর ভিডিওটা দূর্দান্ত!
একটা প্রশ্ন ছিলো, যদি কিছু মনে না করেন।
বিদেশে বাংলাদেশের ইমেজ প্রতিষ্ঠায় যে কয়টা সেক্টরের কথা বলা হয়, তার মাঝে ক্রিকেটের পরে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনের নাম আসে।
বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে এমন কোনো ডকুমেন্টারি কি এখনো বানানো হয়নি যেখানে বাংলাদেশকে যথার্থভাবে উপস্থাপন করা হয়েছে? আমি স্রেফ জানতে আগ্রহী, অন্য কিছু না...।
আমার জানা মতে না। কেন হয়নি আমি জানিনা। Power Point Presentation আছে সেগুলো খুব উন্নত বলা যায়না। যাইহোক, Better Late then Never. আমি ঠিক করেছি নিজে থেকে একটা বানাব। এটা অনেক সময় লাগবে, আপাততঃ কালকের টা নিয়ে চিন্তিত এখন।
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------
শিল্প সংস্কৃতিতে আমাদের অর্জন গুলোও তুলে ধরতে পারেন । বেইজিং অলিম্পিকে বাংলাদেশের কয়েক জন শিল্পী স্বর্ণপদক পেয়েছেন । নিচের লিঙ্কটি দেখুন ।
http://www.thedailystar.net/story.php?nid=49661
বিজ্ঞান ও প্রযুক্তি গত দিকে বাংলাদেশের অর্জন গুলো তুলে ধরতে কি আপনি আগ্রহী ? যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আরো কিছু তথ্য দিতে পারব আশা করি ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এখানে দেখতে পারেন। আমরা এন ইউ এস এর ছাত্ররা মিলে বানিয়েছিলাম। আপনি চাইলে সফট কপিটিও দিতে পারি। সেক্ষেত্রে আপনার মেইল এড্রেসটা আমাকে মেসেজে জানাতে পারেন।
যুবরাজ নিজেই লিখেছেন তার ইমেইল এড্রেস :
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন