বৃত্ত আবর্ত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পথের দু প্রান্তেই দু’টি পা-
একবার শুরু থেকে
আরেকবার শেষ হতে করি যাত্রা,
ঘুরে ঘুরে একই অবস্থানে এসে
--থেমে যায়;
যেনো একটা বৃত্তের কেন্দ্র কে ঘিরে পৌণ:পূণিক আর্বতন,
তবুও আমার পরিভ্রমণ শুধু মাত্র পরিধিতে;

বৃত্তের উংসভূমি কেন্দ্র
কিন্তু আজো তাকে খেঁfজা হয়নি সমাপ্ত

দুই পা দুই প্রান্তে
রেখে আমি দঁfড়িয়ে-
পথের শুরুতে অথবা
পথের শেষে
অন্যথায় পথের মাঝে......
দঁfড়িয়ে,
আর দৃষ্টির সীমানায় পরিপূর্ণ বৃত্ত


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অতিথি লেখকরা কেবলই নামহীন!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।