চাকুরী খুঁজছি...
‘Teachers Wanted’
Noldanga Int. School,
Darshon Nagar, Rangonpur.
Qualification: Masters, Salary- TK15,000
Apply করলাম... কোন অফেরতযোগ্য ব্যংক ড্রাফট নেই বলে।
১০ তারিখ রাত ৭।৪৫ –এ মোবাইলে ফোন এলো, Receive করলাম...
Me: Hello…
He: Are you নামহীন?
Me: Yes, who is there?
He: I’m calling from Noldanga Int. School, Darshon Nagar, Rangonpur. You applied here for the post of ‘Teacher’, right?
Me: Oh yah…
He: Your written and oral test will be held on 16th December at 9.00am and venue is Noldanga Int. School, Darshon Nagar, Rangonpur.
Me: Ok. Thank you for the information.
১৫ই ডিসেম্বর সারাদিন অফিস করে রাতে তৈরী হলাম খুব সকালে বের হতে হবে বলে, যাব সাঈদ পুর থেকে, বাসে করে যেতে হবে। সকাল ৭।১৫ তে বের হয়ে পড়লাম, বাস ছাড়ল ৮ টায়, ভীষন কুয়াশা আর ঠান্ডা ঐ দিন...
ঠিক ৮।৪৫ এ পৌছে গেলাম, শীতে সবাই কাঁপছে, আমিও কাঁপছি। কিন্তু পরীক্ষা ৯।০০ টায় শুরু হবে না, শুরু হবে সাড়ে নয়টায়।
ঠিক আছে... বসে থাকলাম। হাজার হলেও চাকরী...
লিখিত পরীক্ষা শেষ হলো সকাল ১১।০০ টায়। পরীক্ষার মাঝেই ঘোষনা হলো যে- Your oral test will be started at eleven- fifteen. আচ্ছা, বেশ ভালো...
লিখিত পরীক্ষা শেষে অপেক্ষা করছি... ১১।১৫ টা বেজে পার হয়ে গেল। ১১।৩৫ এ জানানো হলো যে এটা শুরু হবে ১১।৫০ তে । ঠিক আছে... মাত্র ২৮ জন, দুপুর ২ টার মধ্যেই শেষ হবে বলে আমরা সবাই ভাবছি।
উনারা ১ টার সময় জানালেন দুপুরে lunch break দিবেন, food তারাই provide করবেন। আচ্ছা ভাল... তাহলে মনে হয় ৩ টা বা সাড়ে তিনটার মধ্যেই শেষ হবে...
Lunch –এর পর শুরু হলো সাড়ে তিনটায়...
মাঝখানে ৫ টায় এসে বলে গেলেন- Please, Don’t feel bad, we really need good teachers. যখন সন্ধ্যা ৬ টা বাজে, তখনও আরো ৯/১০ জন বাঁকী...
সবাইকে আধাঘন্টা বা তারও বেশি সময় ধরে (প্রায় ৪০ মিনিট করে)viva নিচ্ছেন তারা... ভালো ‘টিচার’ খুঁজছেন...
খোঁজ খবর নিয়ে দেখলাম- ওটা আসলে শুধুই স্কুল নয়, আসলে ওটা Child Day Care Center ও স্কুল... জানুয়ারী থেকে ক্লাসশুরু করবে, কিন্তু কোন student ভর্তি হয় নি এখনও...
শেষ পর্যন্ত যখন ছয়টা দশ বাজলো, তখন আমরা যারা রংগনপুর থেকে দূরে যাব-তারা, এমনকি রংনপুরের ২/৩ টি ছেলেমেয়ে সহ চলে এলাম...
রাতে বাসায় এসে মনে করলাম জীবনে আর কোনদিন কোন নতুন প্রতিষ্ঠীত হতে যাওয়া স্কুলে ইন্টারভিউ দিতে যাব না... যা শিক্ষা হবার তা হয়েছে...
মন্তব্য
আরেকটু থাকলে পারতেন। রাতে হোটেলের ব্যবস্থাও হয়তো তারাই করতো।
কাছাকাছি একটা ঘটনা ঘটেছিলো আমার এক জব ইন্টারভিউ দিতে গিয়ে। ইন্টারভিউ ৯ টায়। সিভি জমা দিয়ে বসে আছি। ১১ টা বাজে, কোনো খবর নেই। ১২টার আগে আগে সিভি ফেরত নিয়ে চলে আসি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভাই আপনার নামটা .........
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নাম হলো- নামহীন
Noldanga Int. School,
নামের আগে পিছে ইন্টারন্যাশনাল লাগানোর বদভ্যাসটা আর কতদিন ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বাহ্, বেশ লাগল লেখাটা, যদিও মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা ছিল না এটা।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
ভালো শিক্ষক খোঁজায় এদের আন্তরিকতা আর শ্রমসাধ্য প্রচেষ্টার প্রশংসা করতেই হয় ! বুঝলাম, আপনিই সহযোগিতা করলেন না এদেরকে। খুব অন্যায় !
আপনার নামটা কিন্তু কোথাও লেখেন নি। পরে আর লেখার সত্ব দাবি করতে পারবেন না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লেখকের নাম মনে হয় "নামহীন"। পোস্টেই কনভার্সেশনে এক জায়গায় উল্লেখ আছে মনে হল। তবে অনুমান ভুলও হতে পারে...
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আগে না নিয়ম ছিল অতিথি লেখকেরা লেখার শেষে নিজের ইমেইল এ্যাড্রেস দিতেন, সেই নিয়ম কি উঠে গেল ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
লেখার স্বত্ব চাই না... শুধু আমার মনের কথা গুলো বলতে চাই, সবাইকে। যদি সব কথা বলতে পারি তবে একদিন আমার নিমন্ত্রন পাবেন সবাই...
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ...
... নামহীন
লিখতে থাকুন প্রান খুলে! প্রচুর ইনংরেজী চোখে লাগলো একটু। লেখা ভাল লেগেছে।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন