উত্-সব
বকরী ঈদে সবচেয়ে বেশি দরকার মদ
গরু ছাগল উট দুম্বা হরিণের সাথে
সবচেয়ে বেশি যায় ভদকা আর আগুন
শান দেয়া চকচকে রক্তাক্ত ছুরি হাতে
ভালোলাগে চুমুক দিতে বড় কাঁচের গ্লাসে ফেনা তোলা বিয়ার।
টুকরা মাংসে গুড়া মশলা আদা পেঁয়াজ তেল লবণের বাগারে
মানায় ঠোঁট-চাপা জ্বলন্ত সিগারেট।
যদিও শীত ও বসন্তে নানা রঙে ভরে উঠে ফুলদানি,
আসলে আমাদের দুটিমাত্র মহত্ লাল উত্সব-
একটি মোসলমানী আরেকটি কোরবানী ।
আলোয় মুদ্রণ
এক মাঠ ভরা হলুদ সবুজ ঘাস ধীরে ধীরে দোলে বাতাসে
মধ্যে একটি বকৃল গাছ থেকে খয়েরি পাতা ঝরে পড়ে
গাছের উপরে ঐ উঁচুতে সাদা সাদা মেঘ ভেসে যায়
এপারচার ঠিক করে চোখের আইরিশ খুলে রাখি
দুপুরের রোদে ফুটে থাকা এসব বস্তু মুদ্রিত হয়ে যায়
দূরে স্থির বসে দেখি আর একে দৃশ্য বলি।
মাঠ ভরা সত্য ঘাস ঘাসেরই মত মনে হয়
গাছটি ঠিক বকুল গাছের মতো
নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে যায়-
অবিকল মেঘেদের মতো।
আকরাম খান
মন্তব্য
প্রিয় ব্লগার আপনি ক্রিকেটার আকরাম খান না হয়ে ভালই করেছেন। যদি আপনি ক্রিকেটার হতেন এই লেখাটা হয়তোবা আমরা পেতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মোঃ সাকিবুল হাসান
নতুন মন্তব্য করুন