একটু আগে আমার অফিসের এক কলিগের কাছ থেকে একটি এস.এম.এস পেয়েছি।
"Dear Boss, Today is the first birth & death anniversary of my daughter. On this special day, I request you to pray for the eternal peace of her soul & thank you for always being there for me!"
গত বছর ওনার একটি মৃত মেয়ে প্রসব হয়। শরীরের ভেতর লিকুইড শুকিয়ে যাওয়ার কারনে এই দূর্ঘটনাটি ঘটে।
আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি।
_______________________________________
শান্ত
মন্তব্য
খুব দুঃখজনক।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
দুঃখজনক। আপনার কোলিগের জন্য আন্তরিক সমবেদনা রইল।
দোয়া করি আপনার কলিগের ঘর আলো করে আরো একটি ছোট্ট মামনি তাদের ঘর জুড়ে দৌড়ে বেড়াক, আর তাদের কষ্ট খানিকটা তার হাসি হাসি মুখ দিয়ে ভুলিয়ে দিক।
------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ভাইরে এমন পোস্ট আর দিবেন না। চোখে পানি চলে আসে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমরা সবাই প্রার্থনা করি ।
নতুন মন্তব্য করুন