নববর্ষের রাজনৈতিক শুভেচ্ছা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ৬:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন বছরে দুঃখ-আনন্দের আসন বন্টনে দুঃখের ভাগে জামায়াতের মতো কেবল ২টি আসন জুটুক। সমস্ত হতাশা জীবন থেকে বিতারিত হয়ে কুপুত্রের মতো লন্ডনে নির্বাসিত হোক। বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পরে যাক। সমগ্র বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আনা ২৬২টি নীলপদ্মের সৌরভে বরুনা ওয়াজেদ অন্তত এইবার, একটি বারের মতো কথা রাখুক।
শুভ নববর্ষ।

অতিথিঃ বাবুবাংলা
বাবুবাংলা @ ইয়াহু ডট কম


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

বারে বারে বাহ্ !! চলুক

হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লীন [অতিথি] এর ছবি

ভালোই তো কইছেন। আপনারেও একই শুভেচ্ছা জানাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। চরম।
আপনি কি বাংলা ক্রিকেটের বাবুবাংলা ভাই?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

জী ভাই। আসলাম একটু এদিকে।
আপনি বাংলা ক্রিকেটের কোন জন?

অছ্যুৎ বলাই এর ছবি

বস, আমি ওখানে মূলত পাঠক। বাংলাদেশের খেলা থাকলে স্ট্রিমের লিংকের জন্যই যাই। হাসি
আপনার কয়েকটি রম্য লেখা পড়েছি। মারাত্মক। সচলেও নিয়মিত লিখুন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি
রণদীপম বসু এর ছবি

বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পরে যাক।
চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পড়ে যাক।

হা হা হা হা হা
গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

গরীবের আবার সিগনেচার!!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দারুণ লাগলো। অভিনব এবং চমকপ্রদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
রানা মেহের এর ছবি

জোশিলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অভ্রনীল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

বাবুসোনা কে এই পোস্টের জন্য চলুক
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

আরিফ জেবতিক এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।