নতুন বছরে দুঃখ-আনন্দের আসন বন্টনে দুঃখের ভাগে জামায়াতের মতো কেবল ২টি আসন জুটুক। সমস্ত হতাশা জীবন থেকে বিতারিত হয়ে কুপুত্রের মতো লন্ডনে নির্বাসিত হোক। বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পরে যাক। সমগ্র বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আনা ২৬২টি নীলপদ্মের সৌরভে বরুনা ওয়াজেদ অন্তত এইবার, একটি বারের মতো কথা রাখুক।
শুভ নববর্ষ।
অতিথিঃ বাবুবাংলা
বাবুবাংলা @ ইয়াহু ডট কম
মন্তব্য
বারে বারে বাহ্ !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভালোই তো কইছেন। আপনারেও একই শুভেচ্ছা জানাই।
হা হা হা। চরম।
আপনি কি বাংলা ক্রিকেটের বাবুবাংলা ভাই?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জী ভাই। আসলাম একটু এদিকে।
আপনি বাংলা ক্রিকেটের কোন জন?
বস, আমি ওখানে মূলত পাঠক। বাংলাদেশের খেলা থাকলে স্ট্রিমের লিংকের জন্যই যাই।
আপনার কয়েকটি রম্য লেখা পড়েছি। মারাত্মক। সচলেও নিয়মিত লিখুন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঠিকাছে
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হা হা হা হা হা
গরীবের আবার সিগনেচার!!!
দারুণ লাগলো। অভিনব এবং চমকপ্রদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- এইটা একটা সাংঘাতিক পোস্ট হইছে বাংলারবাবু!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জোশিলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বাবুসোনা কে এই পোস্টের জন্য
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
নতুন মন্তব্য করুন