ফিরে যেতে ইচ্ছে করে আমার ছোট্ট গ্রামটিতে-
আমার ফেলে আসা শৈশব।
গ্রীষ্মের দাবদাহে ছায়ায় আশ্রিত আমি
ঘুমিয়ে পড়েছিলাম,
হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমের পতন-
বরষার ঘণ কালো মেঘ, বৃষ্টির রিমঝিমে
অন্য ভূবনে চলে যাওয়া-
শরতের সফেদ মেঘ ও কাশফুল,
আইল ধরে সামনের সুবিস্তৃত মাঠ
হেমন্তের সোনালী ধান।
শীতের পিঠা, ঘাসের শিশির
কাঁথায় লেপ্টে থাকা আমি-
গ্রামের মাঝে টলমল পুকুরটি
যার পাশে পুরোনো মসজিদ আর
সুনিবিড় ছায়াঘেরা কবরস্হান
রাত্রিতে জোস্নায় ভেসে যাওয়া গ্রাম
বিষ্মিত ছোট্ট দুটি নয়নে আরো বিষ্ময়!
আজ শুধুই অতীত, শুধুই অতীত।
মন্তব্য
রুপসী বাংলার অপরুপ সুর
নতুন মন্তব্য করুন