একটি শোক প্রস্তাব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০২/২০০৯ - ৮:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অস্ট্রেলিয়ার আজ বড় দুঃখের দিন। যে বৃক্ষ ছায়া বায়ু আশ্রয় দেয়, ঝড়-বৃষ্টি ভূমিক্ষয় থেকে রক্ষা করে, পরিবেশ-প্রতিবেশে ভারসাম্য রাখে, সে বড় নিষ্ঠুর হয়ে উঠেছে। নিজে নিঃশেষ হতে হতে জীবন্ত দগ্ধ করে গেছে শতাধিক মানুষ।

সাময়িকভাবে হলেও এদের সাথে পরিবার-পরিজন নিয়ে থাকি। এদের হাসি যেমন আমাদের আমোদিত করে, তেমনি কান্নাও আমাদের বিষন্ন আর সঙ্কূচিত করে। ঘরের ভেতর জীবন্ত পুড়ে গেছে। গাড়ি নিয়ে পালাতে চেয়েছে, সড়কের ভেতর ধেয়ে এসেছে আগুন। বাহনের ভেতরই ভষ্ম হয়ে গেছে। কি নিষ্ঠুর প্রকৃতির এই মৃত্যুর হোলিখেলা! মানুষ তার শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়েও তাকে নিবৃত করতে পারেনি।

শতাধিক করুণ মৃতের জন্য আজ শুধুই শোক।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে


মন্তব্য

প্রফাইল [অতিথি] এর ছবি

মৃতের সংখ্যা দু'শ ছাড়াতে পারে বলে খবর আসছে। ভয়াবহ!

স্পর্শ এর ছবি

হায় হায়!
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জ্বিনের বাদশা এর ছবি

কি ভয়ানক!!
ইয়াহু বলছে পুলিশের সন্দেহ যে এটা মানুষের লাগানো আগুন!!!
http://news.yahoo.com/s/nm/us_australia_fires
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- খবরে শুনলাম, কয়েকজনের সাক্ষাৎকারও। খুব খারাপ লাগছে। বছরের এই সময়টাতে দাবাণলের কবলে পড়ে অস্ট্রেলিয়া, এমনটাই ধারণা খবর পাঠকের।
মেলবোর্ণবাসী সচলেরা বিশদ জানাবেন আশাকরি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রফাইল [অতিথি] এর ছবি

ওখানে আলমগীর ভাই আছেন। কেমন আছেন জানিনা। ওদিকে কুইন্সল্যান্ডের ভয়াবহ বন্যায় ইউকিউ-এ আটকা পড়েছেন আমার এক কলিগ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।