আগামী কাল পহেলা ফাগুন উপলক্ষে টি.এস.সি. তে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলা ও সংগীত বিভাগ।অনুষ্ঠানটি পরিবেশন করবে নাট্যকলা ও সংগীত বিভাগের ছাত্র-ছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ।অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলের আমন্ত্রন রইল.........
সময়সূচী:
র্যালী :বিকেল ৩ টা
অনুষ্ঠান শুরু হবে :বিকেল ৪ টা
অনুষ্ঠান শেষ হবে :সন্ধা ৬ টা
( জয়িতা )
মন্তব্য
ছবি চাই। আর কেমন কাটলো সেটা জানাতে ভুলবেননা।
আজ তো মনে হচ্ছে ঢোকাই যাবে না ঐ অঞ্চলে... ভীড়... অবশ্য সুন্দরীদের ভীড় আমার সবসময়ই ভালো লাগে।
খারাপ লাগে কেবল তাদের পাশে দাঁড়ানো ছেলেগুলোকে। অসহ্য...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার আর মুহাম্মদের আসার প্ল্যান আছে।
=============================
পোস্টটা ছিল বৃহঃবারের। তাই সূত্রমতে, শুক্রবারেই তো এটা হয়ে যাওয়ার কথা। তুমি আবার শনিবারে বলতেসো, "... প্ল্যান আছে", কনফিউজড হয়ে গেলাম
আরে তাই তো। আমি দুই নম্বর পাতায় গেছিলাম- ভুলেই গেছি। প্ল্যান ছিল হবে তাইলে।
=============================
কী কারণে চোখে কম দেখতেসো, সেইটা আমি জানি। সো, নো প্রবলেম
ওরে ভাই ফাগুনে আগুন লেগে গেছে..........যাই হোক আমিতো ভাই আপনাদের গান শুনতে ও দেখতে কইছি ফটু দিয়া কি করবেন.......
ছবি দেওয়া হবে...
( জয়িতা )
নতুন মন্তব্য করুন