ম ন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ১১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন তখন হারিয়ে ফেলি
চুলের কাঁটা, নাকছাবিটি
হারায় টাকা, হারাই কাগজ
চশমা হারাই যখন তখন
হারিয়ে ফেলি অদ্যাবধি
দানে পাওয়া গয়না-গাটি।

ও মেয়ে তুই সবই হারাস
কি করে সব হারাস রে তুই?
মন কি হারাস জেনেশুনেও
যখন তখন চাইলে সবাই
কক্ষনো তা দেবার যে নয়!

মন কি তেমন ঘুড়ির লাটাই
ছাড়বো সুতো ইচ্ছে হলেই
ভেসেই যাবো দূর আকাশে
ফিরবো আবার সন্ধ্যে হলেই?

মনটা আমার হাতেই ধরা
দেবো না তা কাউকে আমি।
সে যে আমার শুধুই আমার
কথার প্যাঁচে হৃদয় ঘোরে
ভালোবাসার স্বপন তরী -
ও মেয়ে তুই, বিদ্যেধরী!!

ভাবছ কেন হারিয়ে গেলেই
মন হারালাম কোথাও আমি।
বলছি শোন, মনের কথা
মন যে নেবে আজ সে কোথা?
মন শুকিয়ে মরুভূমি!

মরুভূমি ছাড়িয়ে চলি
যখন তখন দিনে রাতে
মরু হারায় ভূমি হারায়
হারায় কেন বুঝিস মেয়ে?

টুকরো স্মৃতি টুকরো কথা
যখন সেসব মনে ভাসে
চুলের কাঁটা গয়না-গাটি
জমাট বাঁধা কোমল ব্যথা -
হারায় সময়, হারিয়ে যাই
পেছন দিকে কেবল হাঁটি...


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল।

bristi এর ছবি

darun bhalo hoyeche.

অতিথি লেখক এর ছবি

আরে আমি ভাবিনিই লেখাটা সচলায়তন এর নীড়পাতা তে দেখা যাবে...........
আমি মেঘ
ব্লগ: মেঘের কথকতা

জি.এম.তানিম এর ছবি

সুন্দর লিখেছেন। লেখার শেষে আপনার নাম লিখবেন এর পর থেকে। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

সত্যি বলতে কি আমি ভাবিনি লেখাটা নীড়পাতা তে দেখা যাবে। দেখে অবাক,ভালোও লাগছে । ধন্যবাদ আপনাকে।
মেঘ
মেঘের কথকতা

কীর্তিনাশা এর ছবি

মেঘ,

আপনার নামও সুন্দর, ছড়াটাও সুন্দর!

দারুল লাগলো চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

গান হলে দারুণ হয়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ । গান করলে ভালো হয় বলেছেন, কিন্তু সুরকার পাই কোথায় বলুন তো !

মাল্যবান এর ছবি

হারায় সময়, হারিয়ে যাই
পেছন দিকে কেবল হাঁটি...

ভালো লাগলো কবিতাটা। এগিয়ে চলুন।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মাল্যবান দা।

তানবীরা এর ছবি

চুলের কাঁটা গয়না-গাটি
জমাট বাঁধা কোমল ব্যথা -
হারায় সময়, হারিয়ে যাই
পেছন দিকে কেবল হাঁটি...

মিষ্টি , খুউব

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ তানবীরা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খুব সুখপাঠ্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

মেঘের মতই হালকা আর তুলতুলে ভেসে বেড়ায় যেন কেমন ফুরফুরে - তাই পাঁচ দিলাম --- হাসি --

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভাল লেগেছে।

অনিকেত এর ছবি

খু-উ-ব ভাল লাগল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।