ভালবাসা দিবস ও দুটি কুমড়ো ফুল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ৯:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৪ ফেব্রুয়ারীর বিকেলে সিদ্ধেশ্বরীর পাঁচ তলার একটি বাড়ির নীচতলাতে গেটের সামনে দাঁড়িয়ে আমার মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম। তার কোচিং শেষ হলে বাড়ি ফিরবো। দাঁড়িয়ে থাকতে থাকতে কানে ভেসে এলো বাড়ির দারোয়ানটির সাথে তার সহধর্মিণীর মুঠোফোনে কথোপকথন,শুনতে না চাইলেও কানে ভেসে আসছিল ভালবাসার বার্তা যা শুনতে ভালো লাগছিলো। ফোনালাপ শেষে আগ্রহভরে জিজ্ঞেস করলাম ভাই কার লগে কথা কইলেন?” সহাস্যে জবাব দিলেন ”পরিবারেরে ভালবাসা জানাইলাম, কইলাম- আইজ ভালবাসা দিবস। বেইলী রোডে আইজ জোড়ায় জোড়ায় মানুষে ভালবাসা জানাইতাছে, এ ওরে ফুল দিতাছে। তোমারে কি আমি একটা ফুল পাঠাইয়া দিমু?”
আগ্রহভরে শুনতে চাইলাম – তো আপনার পরিবার কি কইলো?এবারে তার মুখখানি আরো প্রসন্ন । আলোকিত মুখে তিনি জানালেন “বউ কইল যে ট্যাহা দিয়া ফুল কিনবেন হেই ট্যাহায় আফনে একখান ফল কিন্যা খাইয়েন, আর আমাগো ঘরের চালে দুইখান কুমড়া ফুল ফুটছে । ওইডাই আমাগো ভালবাসা।“

কথোপকথনের এই ভাললাগা টুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম হয়তো একটু দেরীতে কিন্তু রেশটুকু রয়ে যাক সবার মনে।

মেঘ
মেঘের কথকতা


মন্তব্য

অনিকেত এর ছবি

আহা রে----

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সত্যিকারের ভালোবাসা...

মাল্যবান এর ছবি

সখি ভালবাসা এরে কয়

তানবীরা এর ছবি

সো সুইট

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পরিবর্তনশীল এর ছবি

ছুইট
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

এই এক ফোঁটা আহেলি মধুতেই তো নেশা হইল। অ সা ধা র ণ !

মহাহারাজ

জাহিদ হোসেন এর ছবি

দুর্দান্ত! লেখাটি পড়া শেষ হতেই চোখে কি যেন পড়লো। হাতের কাছে টিস্যু বক্সটাও খুঁজে পাচ্ছিনা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

এনকিদু এর ছবি

আমি খুঁইজা পাইছি, কিন্তু টিস্যু খরচ করতে মঞ্চাইতাছে না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

অনেক সুইট আসলেই।
=============================

স্নিগ্ধা এর ছবি

মানুষজন পয়সা দিয়ে বিশ্রী বিশ্রী লাল রঙের চকোলেটের বাক্স আর ট্যাকি সব ফুলের বান্ডিল না কিনে, এদের কাছ থেকে ব্যয় সংকোচন, আদিখ্যেতা প্রশমন এবং সর্বোপরি ভালোবাসন শিখলেও তো পারে!

তবে, একটা কথা না বলে পারছি না - ভ্যালেন্টাইন'স ডে দেশে তাহলে এতোটাই ছড়িয়ে পড়েছে! বাঙ্গালীর ভ্যালেন্টাইন'স ডে করা নিয়ে (আমি পালন করি না, ভাই) যারা বিরক্ত এব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানতে ইচ্ছে হচ্ছে হাসি

অতিথি লেখক এর ছবি

স্নিগ্ধা, আমারো জানতে ইচ্ছে করছে তাদের প্রতিক্রিয়া । যদি বিরক্ত বোধ করেন এমন লোকজন থাকেন প্রতিক্রিয়া ব্যক্ত করুন।
মেঘ

বিপ্রতীপ এর ছবি

ঘটনা ভাগাভাগির জন্য ধন্যবাদ...চলুক

তবে এসব দিবস নিয়ে মানুষের বেশি আদিখ্যেতা দেখলে বিরক্ত লাগে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

হিমু এর ছবি

প্রিয় অতিথি, দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি যে নিকটি ব্যবহার করতে আগ্রহী, সে নিকটি ইতোমধ্যে একজন সচল সদস্য ব্যবহার করছেন। অন্য আরেকটি নিক আপনি অবলম্বন করলে সুবিধা হয়।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

আমি ব্যাপার টা জানতাম না। কে ব্যবহার করছেন জানালে ভাল হত।

অতিথি লেখক এর ছবি

কুমড়া ফুলের বড়া খেতে ইচ্ছে করছে...

(জয়িতা)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মুগ্ধতা-জাগানিয়া সরল কাহিনী। অনবদ্য!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।