১৪ ফেব্রুয়ারীর বিকেলে সিদ্ধেশ্বরীর পাঁচ তলার একটি বাড়ির নীচতলাতে গেটের সামনে দাঁড়িয়ে আমার মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম। তার কোচিং শেষ হলে বাড়ি ফিরবো। দাঁড়িয়ে থাকতে থাকতে কানে ভেসে এলো বাড়ির দারোয়ানটির সাথে তার সহধর্মিণীর মুঠোফোনে কথোপকথন,শুনতে না চাইলেও কানে ভেসে আসছিল ভালবাসার বার্তা যা শুনতে ভালো লাগছিলো। ফোনালাপ শেষে আগ্রহভরে জিজ্ঞেস করলাম ভাই কার লগে কথা কইলেন?” সহাস্যে জবাব দিলেন ”পরিবারেরে ভালবাসা জানাইলাম, কইলাম- আইজ ভালবাসা দিবস। বেইলী রোডে আইজ জোড়ায় জোড়ায় মানুষে ভালবাসা জানাইতাছে, এ ওরে ফুল দিতাছে। তোমারে কি আমি একটা ফুল পাঠাইয়া দিমু?”
আগ্রহভরে শুনতে চাইলাম – তো আপনার পরিবার কি কইলো?এবারে তার মুখখানি আরো প্রসন্ন । আলোকিত মুখে তিনি জানালেন “বউ কইল যে ট্যাহা দিয়া ফুল কিনবেন হেই ট্যাহায় আফনে একখান ফল কিন্যা খাইয়েন, আর আমাগো ঘরের চালে দুইখান কুমড়া ফুল ফুটছে । ওইডাই আমাগো ভালবাসা।“
কথোপকথনের এই ভাললাগা টুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম হয়তো একটু দেরীতে কিন্তু রেশটুকু রয়ে যাক সবার মনে।
মেঘ
মেঘের কথকতা
মন্তব্য
আহা রে----
সত্যিকারের ভালোবাসা...
সখি ভালবাসা এরে কয়
সো সুইট
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছুইট
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই এক ফোঁটা আহেলি মধুতেই তো নেশা হইল। অ সা ধা র ণ !
মহাহারাজ
দুর্দান্ত! লেখাটি পড়া শেষ হতেই চোখে কি যেন পড়লো। হাতের কাছে টিস্যু বক্সটাও খুঁজে পাচ্ছিনা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আমি খুঁইজা পাইছি, কিন্তু টিস্যু খরচ করতে মঞ্চাইতাছে না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক সুইট আসলেই।
=============================
মানুষজন পয়সা দিয়ে বিশ্রী বিশ্রী লাল রঙের চকোলেটের বাক্স আর ট্যাকি সব ফুলের বান্ডিল না কিনে, এদের কাছ থেকে ব্যয় সংকোচন, আদিখ্যেতা প্রশমন এবং সর্বোপরি ভালোবাসন শিখলেও তো পারে!
তবে, একটা কথা না বলে পারছি না - ভ্যালেন্টাইন'স ডে দেশে তাহলে এতোটাই ছড়িয়ে পড়েছে! বাঙ্গালীর ভ্যালেন্টাইন'স ডে করা নিয়ে (আমি পালন করি না, ভাই) যারা বিরক্ত এব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানতে ইচ্ছে হচ্ছে
স্নিগ্ধা, আমারো জানতে ইচ্ছে করছে তাদের প্রতিক্রিয়া । যদি বিরক্ত বোধ করেন এমন লোকজন থাকেন প্রতিক্রিয়া ব্যক্ত করুন।
মেঘ
ঘটনা ভাগাভাগির জন্য ধন্যবাদ...
তবে এসব দিবস নিয়ে মানুষের বেশি আদিখ্যেতা দেখলে বিরক্ত লাগে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
প্রিয় অতিথি, দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি যে নিকটি ব্যবহার করতে আগ্রহী, সে নিকটি ইতোমধ্যে একজন সচল সদস্য ব্যবহার করছেন। অন্য আরেকটি নিক আপনি অবলম্বন করলে সুবিধা হয়।
হাঁটুপানির জলদস্যু
আমি ব্যাপার টা জানতাম না। কে ব্যবহার করছেন জানালে ভাল হত।
কুমড়া ফুলের বড়া খেতে ইচ্ছে করছে...
(জয়িতা)
মুগ্ধতা-জাগানিয়া সরল কাহিনী। অনবদ্য!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন