কুসুমকলি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৬/০৩/২০০৯ - ১১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্থির জলেতে ঢিল ছুঁড়ে সে
হারিয়ে গেল ওই
কুসুমকলি খুঁজছে তারে
পালিয়ে যাবে কই!

প্রতীক্ষাতে প্রহর গণে
দিনে রাতে সংগোপণে
কথঞ্চিতে চমকে ওঠে
বুকের ভেতর বল্গা ছোটে,
হৃদহরা তুই পালিয়ে গেলি কই?

কুসুমকলি মুখপুড়ি তুই
ভাবিস কি রে এত?
দেয়না জবাব কুসুমকলি
মুখটি করে নত।

চোখ দুটি তার ছলছল,
চোখের তলে কালি
ঘুম আসে না দিনে রাতে
কুসুম রে কই হারালি!

কুসুমের মা বুঝতে পেরে
কয় বাপেরে তাড়াতাড়ি
"সোমত্ত মেয়ে ঘরে রাখা
বিপদ যে গো ভারি ।।"

"ভাবতিছি গো কুসুমের মা
ভাবতিছি গো তাই
সোম্বন্দটা আইসলো আজি
শুন বিস্তারে জানাই।

বিপিনিরে মনে আছে?
সেই বিপিনের বড় ব্যাটা
ছাওয়াল বটে দশের মাঝে
থাকবে সুখে আমাদেরি ম্যা'টা।

বোশেক মাস আসতি তো
আর দেরী বিশেষ নাই-
বিপিনিরা চাচ্ছে নিতে
বোশেক মাসেই তাই।"

কুসুমের মা কুসুমের বাপ
পাকা কথা দিলেন
বোশেখ মাসের দশ তারিখে
কন্যা তুলে দেবেন-

মন তোরঙ্গে তালা মেরে
কুসুম তখন ছাদনাতলা বসে
মন যে পোড়ে তবু
কুসুম স্মিতমুখে হাসে।।

শুভদৃষ্টির সময় হলে
কুসুম তখন চোখের জলে ভাসে-
হাসতে হাসতে
চোখের জলে ভাসতে ভাসতে
বাসর জাগে,

বাসী বিয়ে তাতেও বসে,
শুধু দেখলো না সে দৃষ্টি মেলে
হৃদয়পুরে তালা মেরে
স্বামীটি তার কেমন পাশে হাসে।

শ্বশুরবাড়ি চললো কুসুম
বিদায় দিলো সবে
বউ এয়েছে শ্বশুরবাড়ি
বউ যে বরণ হবে।।

একে একে চুকে গেল
পরব ছিলো যত
ফুলসজ্জায় এবার কুসুম
চোখ যে আজও নত-

অবশেষে কুসুমকলি
ধীরে ধীরে চায়
চোখের সাথে চোখ মেলাতেই
বিজলী খেলে যায়-

হৃদহরা যে দাঁড়িয়ে আছে
সামনে তারি
কেমন মজা কুসুমকলি
হারিয়ে গেলেম ভেবেছিলি?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আবার ভুল, নিজের নামটা দিতেই ভুলে গেছিলাম। তাই বলে কেউ মন্তব্যই করবেন না!!
ভালো লাগেনি এটাও তো বলা যায়।
মেঘ
মেঘের কথকতা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
ভালো লাগেনি, কেউ বলেছে নাকি, মেঘ?
মিষ্টি একটা কবিতা তো... হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

শিমুল এই তো বেশ মন টা খুশী হয়ে গেলো একটু পিঠ চাপড়ে না দিলে আমরা নতুনরা লিখি ক্যামনে?

অতিথি লেখক এর ছবি

Neel এর ছবি

ভালো লিখেছেন.........ছন্দে ছন্দে ‍!!!!

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, বেশ ভাল লাগল। সুইট একটা ভাব আছে।

অতিথি লেখক এর ছবি

মনে বল পাইলাম।

রাফি এর ছবি

পড়তে বেশ আরামবোধ হল; খুব কোমল শব্দমালা।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আমার ভালো লাগছে আপনাদের মন্তব্য পেয়ে।
মেঘ

মাল্যবান এর ছবি

বাঃ , বেশ সুন্দর ! একটি ছন্দময় মিষ্টি প্রেম ও মিষ্টি পরিসমাপ্তি !

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows
গল্প আর ছন্দ
মোটে নয় মন্দ
লিখে যান রেখেন না কোন দ্বিধা দ্বন্দ

Lina Fardows

অতিথি লেখক এর ছবি

লিনা ধন্যবাদ। আপনার ছন্দ কবিতা আরো অনেক সুন্দর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।