নীল
-------------------------------------------------------------------------
ঘুমন্ত শহর রেখে হেঁটে যায় রাত্রির পা
অন্ধকারের ভাষা টুটকা করে
অবলা নারী। তাদের আঁচলে বেঁধে নেয়
মন্ত্রের কৌশল-
ঘুড়ির মতো একটি চাঁদ ঝুলে আছে
বিধবা মেঘের ঠোঁটে!
অনেকগুলো বোবা হাসি শিস হয়ে
মিশে যাচ্ছে বাতাসে।
তাদের গন্তব্য অজানা
তারা জানে না
ঘুম থেকে জাগানোর মন্ত্র অজানা হলেও
জেগে থাকে দুটি স্তন আর অনেকগুলো
অশ্ব দৌড়ে যায় স্বপ্নের ধূলোতে...
মন্তব্য
হুম...
কবিতা লেখার মন্ত্র কৌশলটা শিখতে হইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নাটক ও উপন্যাস লেখার কৌশল'টা আমারও শিখতে হবে...।
ভালো।
তবে নীল, কিছু মনে করবেন্না, সুন্দর সুন্দর উপমারা মিলে ফাইনালি যদি না মেলে, তাইলে সেই উপমাগুলো নিছক ব্যবহারের জন্য ব্যবহার হয়ে যায় না?!
ঘুড়ির মতো ঝুলে আছে চাঁদ- ঠিকাছে-
মেঘ বিধবা, তা-ও ঠিকাছে-
কিন্তু ঘুড়ি তো ঠোঁটে ঝোলে না, (টিপ হয়ে কপালে ঝুললেও না হয় হৈতো) তো ফাইনালি কোন্টা গিয়া কৈ লাগলো বুঝ্লাম্না যে!
পুরাটা মিলে এক্টু কি গাছ-মাছ হৈয়া গ্যালো না?
এম্নিতে ভাব এবং স্টাইল ভালো লেগেছে আপনার। অনেস্টলি।
খোলা মন্তব্যে ভুল বুঝবেন না আশা করি। আমার ভুল হ'লে সেটা শুধরে দেবেন- সেই আশাও করি। লিখতে থাকেন। ভালো থাকেন।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
দারুণ...
'মতো' উপমার অংশগুলোতে অতটা ভাল লাগে নাই। এখন এটা অবশ্য যার যার নিজস্ব পাঠের অভিরুচি।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
নতুন মন্তব্য করুন