একাকী আমি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আকাশটা একটু আগেও রৌদ্রোজ্জ্বল ছিলো। ঝুপ করে আলোটা সাতসকালেই মিইয়ে গেলো,নীল আকাশটা এখন দেখাচ্ছে ঠিক সাদাটে মোমের মতো। একটা পাইপের উপর একটা কাক এসে বসছে কিছুক্ষণ, আবার উড়ে উড়ে যাচ্ছে। জানলা থেকে দেখতে পাচ্ছি, সামনের আট তলা বাড়ির ছ'তলার গ্রিলের ফাঁক দিয়ে তেড়েফুঁড়ে মাথা বের করেছে টবে রাখা তিনটে গাছ যেন গলা বাড়িয়ে ওরা আকাশ দেখছে। খুব সামান্য একটু হাওয়া দিলো আর তাতে দুলে গেলো তারে মেলে দেওয়া একটি নীল শাড়ি।

আকাশটা ফের নীল দেখাচ্ছে। রোদটা আবার একটু তেজী চেহারা নিলো কিন্তু তেজী ভাবটা রাখতে পারছে না কিছুতেই। ফুরিয়ে যাচ্ছে থেকে থেকেই। দুটি পাখি সাদা ডানা মেলে চক্রাকারে ঘুরছে, কি পাখি ওরা?আকাশটা নীল কিন্তু আজ আকাশে কোন মেঘ নেই। কোথাও একটুও ছেঁড়াফাঁটা এক টুকরো মেঘ ও দেখছি না। আমার এক টুকরো মেঘ চাই।

যন্ত্রণাটা বাড়ছে আবার টের পাচ্ছি। তির তির করে ছড়িয়ে পড়ছে পায়ের গোড়ালী অব্দি। আজকাল হাঁটতে বড় কষ্ট হয়। আমি কি ফুরিয়ে যাচ্ছি দিন দিন! ভাবলেই কষ্টরা কুন্ডলী পাকিয়ে মেঘের আকার নেয়। ভাবলেই ঝাপসা হয়ে ওঠে চারপাশ।

[চলবে হয়তো]
মেঘের কথকতা


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত কম? ভালোই তো চলছিল। চলুক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনেরও চা খাওনের বাতিক আছে? চা কম খাওয়া ভালো... চালায়া যান...

লেখায় উত্তম জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি এর ছবি

লাল চা কিন্তু দিনে ৪/৫ কাপ খাওয়া যায়।

otithisachal@gmail.com

অতিথি লেখক এর ছবি

হাঃ হাঃ হাঃ.! শুধু চা না আমি তো ভাবছি দম ধইরা বইসা থাকবো কয়দিন। সারাদিনে দুইটা কমেন্ট,বুঝছেন তো মনের অবস্থাখান.......................

মেঘের কথকতা

অতিথি লেখক এর ছবি

চলতে থাকেন, পেয়ে যাবেন!!

otithisachal@gmail.com

তানবীরা এর ছবি

চলবে হয়তো কেনো? চলুক। অনেক আগে ছোটবেলায় এই শিরোনামে আমারও একটা কবিতা ছিল এখানে http://http://www.mukto-mona.com/Articles/talukder/ekaki_amee.pdf

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

চলবে হয়তো বললাম...... ওই যে চা খাব,জিরোব,দম ধরে বসে থাকবো কদিন তারপর ভাইবা দেখি।

তানবীরা আপনাকে ধন্যবাদ।
মেঘের কথকতা

নাজনীন খলিল এর ছবি

ভাল লাগল।সুন্দর লেখা।

অনেক শুভেচ্ছা।

মাল্যবান এর ছবি

খুব ভালো লেখা , কিন্তু আপনার সকালের আলোর মতই ঝুপ করে শেষ হয়ে গেলো । অথচ লেখাটা খুব এগোচ্ছিলো। লিখুন । পড়ি।
শুভেচ্ছা জানবেন ।

সুহান রিজওয়ান এর ছবি

ভাই মেঘের কথকতা, এভাবে বৃষ্টি হয়ে ঝড়ে পরবেন না যেন...
পড়ে আরাম পাচ্ছিলাম।

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশ লাগল। চা খাওয়া শেষ হয়নি?

অতিথি লেখক এর ছবি

আ - সি- তে- ছে....শীঘ্রই।
মেঘের কথকতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।