দীর্ণ দিন ভেসে যায় ময়ূরাক্ষীজলে,
ভেসে যায় তালপাতা দিন,
শাঁখসাদা দিন, লালশাক দিন-
রুপোলী মাছের দিন,
কখনও কাঞ্চনমালা দিন.....
কোথাও নিরুত্সব ভেজা-ভেজা
ধোঁয়ামাখা কাঠবুড়ো দিন-
কাঁচপোকা-রোদে নাছোড় ফড়িং.....
বিষাদ-বিলাপী এসরাজে টান,
ঘোলা জলে ভেসে যায় দিন।
কোথাও সূর্যরেখা ঘিরে দাঁড়িয়েছে
স্তোকনম্রা মেঘেরা-
ওরা ভুলে গেছে সব,
সব কথা, পুরানো নতুন-
এদিক-ওদিক চেয়ে ভয়ে ভয়ে
স্বর্ণসুতার পাশে রেখে গেছে
সতর্ক প্রণাম।
-মেঘনা
মন্তব্য
খুব ভালো লেগেছে। শুভেচ্ছা ।
আমার ধন্যতা জানাই।
প্রথম আলাপেই আপন হয়ে যেতে ইচ্ছে করে, এমন নীড়পাতা তো আর দেখিনি!
হৃদি ভেসে যায় অলকানন্দাজলে- এইরকম একটা লাইন বোধহয় আছে জয় গোস্বামীর। আপনার লাইন পড়ে ওইটা মনে পড়লো।
দিনগুলির নাম কিন্তু দারুণ হইছে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কি আর বলবো! স্বয়ং কবির কাছ থেকে কমেন্ট! এর মূল্য নির্ধারণ করা যায় নাকি?
আমার ধন্যতা জানাই।
দিনের নামগুলো আমারও ভালো লেগেছে দেবার সময়।
কবিতাটির সৌন্দর্য: এর সহজতা। ভাল লাগছে পড়তে, তাই কয়েকবার পড়লাম।
কি আর বলবো! আপনারা এভাবে সহজে গ্রহণ করেছেন দেখেই ভালো লাগছে।
ধন্যতা জানাই।
আপনার লেখার ধাঁচের সাথে তুলিরেখার লেখার ধাঁচের, এবং আপনার আইপির সাথে তুলিরেখার আইপির মিল পাচ্ছি। আপনারা কি পরিচিত ?
নতুন মন্তব্য করুন