পাপ প্রজন্ম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/০৩/২০০৯ - ১২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাপ প্রজন্ম
আতিক রাঢ়ী

আমার প্রতি পদক্ষেপে উড়ে যায় যে পথের ধুলি,
ছুঁড়েফেলা সিগারেটের অবশেষের ধোয়ায়-
মিশে আছে ঘৃ্না, আছে আবজ্ঞা,
যা কিছুতে গর্ব তোমাদের।

তোমাদের মুক্তিযুদ্ধ, চেতনা, ইতিহাস,
সব-ফেন্সিডিলে বোতল বন্ধী।
রাত জাগা চোখের ক্ষর তাপে-
ঝলসে যায় মায়ের মুখ, জ্বলে যায় স্বপ্ন,
পুড়ে যায় অবশিষ্ট যা থাকে- তার সব।

নষ্ট নেতার স্পষ্ট গলায় দেশ প্রেমের ভাঙ্গা রেকর্ডঃ
আহ! আমার প্রকৃ্তির ডাক এসে যায়।
একুশের প্রভাত ফেরিতে কত রাত জাগা মাতালের আড্ডা,
ফুলের পবিত্র সুরভিকে ঢেকে দেয়-অ্যাল্কোহলে ভুর ভুর-মাছি ভ্যন ভ্যান।

কাজ নাই, আছে আস্ত্র, মোবাইল, মোটর বাইক।
গনতন্ত্রের আতন্দ্র প্রহরী; নামখানাও দিয়েছ জব্বরঃ সন্ত্রাসী।
নর্দমায় পটল তুলে-পত্রিকার প্রথম পাতা, আহা! মরহুম ছিল বটে নেতা।

ভন্ড সমাজের আলিতে গলিতে আমরা,
অচিরেই ছড়িয়ে পড়বো রাজপথে।
দেখছনা, আমরা ক্যানসারের মত বাড়ছি।।

আতিক রাঢ়ী


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

নামটা পছন্দ হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আতিক রাঢ়ী [অতিথি] এর ছবি

শুভেচ্ছা।

পান্থ রহমান রেজা এর ছবি

বেশ বেশ।

আতিক রাঢ়ী [অতিথি] এর ছবি

শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।