নিষিদ্ধ রাত্রির আধাঁরে কম্পিত শহর ঘোরে
সে নেশায় বুনোফুল ঘাসসহ নড়ে আধাঁর কম্পনে
চারিদিকে মানুষের নানান সাধ জাগে
রাত্রি পোহাইলে দেখি-
কাঁপা কাঁপা আলো চন্দ্রহীনা ধরণীর আবেশে।।
সে আমার কোন কালের এক সাধ না মেটানো
পূর্ণিমা তুই; এই অবেলায়
ফানুশ ওড়া আকাশটাতেই উড়লি শেষে।
......(আংশিক)
তাহসিন গালিব
মন্তব্য
শেষ তিন লাইন ভালোই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আপনাকে ধন্যবাদ...
আপনাকে ধন্যবাদ।
তাহসিন গালিব
ভালই তো লাগছিল। "আংশিক" কেন?
এখনো "অতিথি লেখক" কিনা, তাই আংশিক দিয়েই শুরু করলাম।
ভাল লাগছিল শুনে খুশি হলাম।
তাহসিন গালিব
এবার তাহলে পুরোটা পোস্ট করেন।
পেয়ে যাবেন আশা করি। কয়েয়টা দিন যাক।
কবিতার সিরিজটা প্রথম দেখলাম
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তাই নাকি??
নতুন মন্তব্য করুন