চুমু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টি পড়ে টুপূর টাপুর
সঙ্গী আমার মিষ্টি মধুর
ছাতার নিচে দারুণ বাহার
দিচ্ছি চুমু ঠোঁটে তাহার।

ক্লাশের সময় হচ্ছে যে পার
নেই যে কোনো তাড়া আমার
বলি আমি হোকনা দেরি
চুমোয় চুমোয় মনটা ভরি।

বাসের স্টপে হঠাৎ দেখি
বাস এসেছে বাড়ীমুখী
সঙ্গী বলে চলি এবার
চুমু দেবো কালকে আবার।

(অবসরবিহীন)


মন্তব্য

রেনেট এর ছবি

হাহা...মজা লাগলো চলুক
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

বাহ্‌, মজার এবং রোমান্টিক একইসাথে! হাসি

দ্রোহী (লগাবে না) এর ছবি

বিড়ি খাচ্ছিলেন বুঝি?

দেঁতো হাসি :D দেঁতো হাসি :D দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

এমন বিড়ি, যতই টানি ততই কাছে আসে।

সবজান্তা এর ছবি

কবিতাটা যাকে বলে মেয়েদের ভাষায়, সুইইইইইইইইট খাইছে


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে - 'সব'জান্তা সব জানতে পারে, কিন্তু তার নিজেরই যে 'দিন ঘনিয়ে' আসছে, সেটা জানে তো নাইই - সে বিষয়ে কোন হুঁশও নাই! অ্যাঁ

আআআআচ্ছা, আমি মেয়ে তাইলে মেয়েদের ভাষায়ই বলি - তোমার 'শেষের সে দিন ভয়ংকর' আগতপ্রায় এবং ব্যাপারটা খুবই সুইইইইইইইইট দেঁতো হাসি

মুশফিকা মুমু এর ছবি

গশশ! আজকাল কার পিচ্চি গুলি স্কুল ফাকি দিয়ে কি যে করে না!
তবে ছড়াটা মজার হয়েছে!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

হা হা হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অবসরবিহীন [অতিথি] এর ছবি

আপনাদের ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

নাউজুবিল্লাহ!!!!

নিবিড় এর ছবি

দুনিয়াটা দেখি খুবি ছোট হাসি আপ্নেকে চিনে ফেললাম অবসরবিহীন হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুধীর এর ছবি

এদেশের ছেলেমেয়ে দাঁত কম মাজে, হায়,
ফুচকার বদ-বু'তে চুমু দেয়া বড় দায়।

অবসরবিহীন [অতিথি] এর ছবি

নিবিড়, কিভাবে চিনে ফেললেন একটু আন্দাজ করতে পারছি। তবে আপনার পরিচয়টা বোধহয় রহস্যে ঢেকে রাখবেন। না কি?

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও 'অবসরবিহীন'-কে চিনতে পেরেছি। দুনিয়া আসলেই ছোট।

ছড়াটা বেশ মজারু।

মৃদুল আহমেদ এর ছবি

আমি কিন্তু কাউরেই চিনতে পারি নাই... আমার দুনিয়াডা কত্ত বড়!!! দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।