বন্ধু- তো তোমার ইয়ের খবর কি ...(ইয়ে মানে ঐ ইয়ের কথা বলছে আরকি....!)
বললাম- আমি কি তারে কোলে নিয়া বইসা থাকি নাকি??আমি কেমনে জানবো??তোমার এতদিনের পুরানা বন্ধু তোমার কাছেই খোঁজ নাই আমিতো কত দূরের...............!!
(এই বন্ধু আসলে ইয়ের বন্ধু, কাকতালীয় ভাবে চ্যাট রুমে পরিচয় হয়ে গেছে..পরিচয়ের পর তার পরবর্তী বাক্য ছিল-দুনিয়া খুবই ছোট!..তবে আমারও এখন খুব ভাল বন্ধু সে)
বন্ধু- খ্যাক ..খ্যাক...খ্যাক...তুমি দূরের হইলা কেমনে.....যাই হোক তোমার বান্ধবীরা ফেসবুকে বয়ফ্রেন্ড খুইজা ফালায় আমারে জানাও নাই কেন??
বললাম- তুমি মিয়া বুয়েটের ছেলে বুয়েটের কোন মেয়ে খোঁজো পাবে সিওর..ডি.ইউ. এর মেয়ের টাইম থাকবে তোমার থাকবেনা পরে টাইমে মিলবেনা পরে লাগবে ক্যাচাল....(ভুক্তভোগী)
বন্ধু- আরে না বুয়েটের মেয়েনা।বুয়েটের মেয়ে আমাকে লেখাপড়ার চাপ দেখাবে...পরে আমাকে ভাজা ভাজা করে ফেলবে...ডি.ইউ এর মেয়েই ভাল...(বন্ধু বুয়েট থেকে পাস করে বের হয়েছে তাই হাতে অঢেল সময়....তাই তারও সময়অলা দরকার)
বললাম- নারে ভাই মিলবেনা..
বন্ধু- আরে তুমি যে কি বলনা..কোন ঝামেলা নাই।বুয়েট আর ডি.ইউ হল ভাই-বোন...
বললাম - সেরেছে যা একটু সম্ভবনা ছিল তাও গেছে..তুমি মিয়া কোন আক্কেলে ভাই-বোন বললা........!!
বন্ধু_(তাড়াতাড়ি করে)ওকে! ওকে! বুয়েট আর ডি.ইউ হল স্বামী-স্ত্রী...
বললাম-ওয়াক! ওয়াক! এইটা কি বললা.....
বন্ধু- অ্যা...তাহলে প্রেমিক-প্রেমিকা...
এবার না পেরে বললাম- আল্লার দোহাই বাবা থাম!
(জয়িতা)
মন্তব্য
হা হা হা...
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
হি..হি..হি..
(জয়িতা)
মজা
- ভাবতেছি আপনার সাথে যোগাযোগ করুম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাই তরজমা এবং তাফসির সহ উদ্দেশ্য বর্ণনা করেন....
(জয়িতা)
শানে নূজুল ও চাই... ... ...
আহারে বেচারা, কি শুনতে চাও বলে না দিলে কিভাবে হবে!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হি..হি..হি...
বলে দিলেতো আপু মস্তিষ্কের দৌড় সম্পর্কে জানা যেত না..
(জয়িতা)
=))
হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। দারুন লিখেছেন। ইয়ে আপনার সাথে আমার টাইম মিলতে পারে ।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
হা..হা...হা....
টাইম মিললে তো ভালই ... আমিও কাবাডি খেলার জন্য মানুষ খুজছিলাম.......
(জয়িতা)
বুয়েটের সব মেয়েরা সবসময় লেখাপড়ার চাপ দেখায় না... অনেকেই অনেক উদার...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাই নাকি...??
(জয়িতা)
গরু হারালে কতো কি যে হয় মা আআআআআআআআআআ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হা..হা...হা....
(জয়িতা)
নতুন মন্তব্য করুন