স্তব্ধতার কোন বাহারী ডানা নাই।
নাহার মনিকা
বন্ধুয়া আমারে বলে- দ্যঁ ল্যা লুন এর দিন শ্যাষ।
প্রবল পালটে গেছে সরিষার ভুত
দিনের মধ্যাহ্ন ভাগ, সন্ধ্যার কাব্য সময়।
বুঝানো দরকারী না
তবু ও যখন তরবারী হাতে চেঙ্গিস খাঁ
দক্ষিন পাটাতনে ঝাপ দিয়া নামে
বিজ্ঞান বদলে যায় বিষন্ন বোমায়।
বন্ধুয়ারে আমি বলি,
লেখোনাকো একটি বোমার আত্নকাহানী
হিরোশিমা নাই নিলা
বেছে নাও যেন তেন
দু একশো মানব বিনাশী প্রেক্ষাপট।
স্তব্ধতা জমতে দাও বুকে
যাতে আমুল লুঠ হয় বিবাগী সুবাতাস
খন্ড চমকের বিজলী বাজ ফেলে
চলবে দিন, রাত, থমকে যাবে কাজ
খেসারতে খেসারতে ধন্ধ হওয়া লাগবে
নাইলে আজাইরা ঘাস গজাবে সিথানে পৈথানে।
ঘাসের সান্নিধ্যে আসা তৃষ্ণা সকল
তবু ও শিশির হতে চাইলে
কারো কিছু দাবী দাওয়া আছে কিনা
বলার আগে বন্ধুয়া রে বলতে চাইলাম,
সেই রকম ই আছে বিনাশী স্তব্ধতা…
স্তব্ধতার কোন বাহারী ডানা নাই।
মন্তব্য
চমৎকার ।
অনেক ধন্যবাদ আরিফ জেবতিক।
নাকি বোমাবিদ্যার পাতা ছিঁড়ে লেখা নতুন বিজ্ঞানবই?
বহুদিন পরে আপনার লেখা পড়লাম মনিকা দি
লিলেন, তোমার লেখা কিন্তু নিয়মিত ই পড়ছি।
ভালো থেকো।
বাহ্।
"দ্যঁ ল্যা লুন" কে বা কী?
অতন্দ্র প্রহরী,
Dans la lune একটা ফরাসী এক্সপ্রেশন, যার মানে হলো "ভাবের জগতে থাকা"।
আর আভিধানিক অর্থ হচ্ছে " চান্দে থাকা"।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
স্বাগতম সচলায়তনে।
মারুফকে নানা চেষ্টা চরিত্র করেও ইউনিকোড বাংলা টাইপে আগ্রহী করা গেল না। অন্তত: আপনি তো এলেন। শুভেচ্ছা।
লিখুন, মন্তব্য করুন, পড়ুন ব্লগারদের লেখা।
দ্রুত অতিথিত্ব ঘুঁচুক আপনার।
শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হ্যা চলে এলাম। অনেক ধন্যবাদ।
মারুফ কে বাংলা টাইপে আগ্রহী করানোর কাজটা আপনাদেরকেই দিতে চাই। ওর কাছাকাছি আছেন যারা।
ভালো থাকবেন।
বাহ!
সুন্দর তো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অনেক ধন্যবাদ রানা মেহের।
অনেক ধন্যবাদ রানা মেহের।
খুব ভালো লেগেছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
জেনে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।
ভালো লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লেখাগুলো পড়ছি, চোখ কাড়ছে মন টানছে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নতুন মন্তব্য করুন