কবিতার প্রয়োজনেই
মাঝে মাঝে আমি কবিতা লিখি।
খাতা আর কলম আমার রক্তাক্ত হয়;
লাল রঙ্গা কলমের আঘাতে।
এত আঘাত আর খাতায়-কলমে ক্রন্দল,
আজও থামছে না,
তবু লিখে যাই দু-এক কলম...
আমি কবি-
তাবৎ পৃথিবীর এক কোণে আমার বসত-বাড়ি,
আর পুরোটাই আমার কবিতার রাফ খাতা।
মাঝে মাঝে সেখান থেকে,
একটি-দুটি লাইন মুছি,
নতুন কিছু শব্দ বসাই।
এভাবেই;
অথবা এমন করেই,
এখনও কবিতার প্রয়োজনেই,
মাঝে মাঝে আমি কবিতা লিখি।
খাতা আর কলম আমার রক্তাক্ত হয়...
.................................................................................................
৩০-১১-০৮
ধানমণ্ডি, ঢাকা।
তাহসিন গালিব
মন্তব্য
আপনার পোস্টগুলোতে লেখার সাথে জুড়ে দেয়া ছবিগুলোও চমৎকার লাগে।
জ্বি হ্যাঁ একমত। ছবি বাঁছাই যথার্থ না হলে কেমন যেন বেমানান লাগে।
আপনি আমার প্রায় প্রতিটি লেখায় কিছু না কিছু মন্তব্য করেছেন। আপনাকে এজন্যে অনেক অনেক ধন্যবাদ।
শুভ হোক দিনগুলো।
নতুন মন্তব্য করুন