ফেসবুক তুমি বেশ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৪/০৪/২০০৯ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেসবুক বা খোমাবই নিয়ে অনেকের লেখা পড়ে আমারও একটা লেখা তুলে দেবার প্রয়োজন মনে করলাম - ছড়ার আকারে। অনেকদিন আগে ফেসবুকে প্রথম একাউন্ট খোলার সাথে সাথে পুরনো অনেক বন্ধুকে পেয়ে আমি চরম আহ্লাদিত হয়েছিলাম। সেই আহ্লাদে তখন যে ছড়াটা লিখেছিলাম সেটাই এখন আপ্লোডালাম।
-------------------------------------------

বহু পুরাতন হে বন্ধুগণ পেয়েছি তোদের আবার,
এ যে ফেসবুক এনে দিল সুখ অতীতে হারিয়ে যাবার।
শুধু তাই নয় তোরা এসময় কে কোথায় সেটা জানি
কার মন ভাল কার আকাশ কালো কার মুড আছে ফানি
প্রতিদিন ভর তোদের খবর পেয়ে যাই হোমপেজে
যে ছিল একাকী ইদানিং দেখি রিলেশনে গেল মজে
কেউ তা ছাড়িয়ে বউকে জড়িয়ে ছবি দেয় এলবামে
সোনামনি আছে কারো কারো কাছে আকিকা দিয়েছে নামে
কেউ বা শুধুই বিদেশ বিভূঁই সব ঘোরে তোলে ছবি
কবে দেশগুলি দেব পদধূলি ছবিগুলি দেখে ভাবি
এতো নয় শেষ, আরও আছে বেশ জম্পেশ কিছু দিক
ভালো কিছু পেলে কারো ফানওয়ালে, ফরওয়ার্ড করি ঠিক
কারো পোস্ট পড়ি, হেসে গড়াগড়ি দিয়ে যাই দম নিতে
বহু উপহারই আছে রকমারি, দেয়া যায় পুরো ফ্রী তে
প্রোফাইল কারো বিদ্ঘুটে বড়, এপ্লিকেশনে ভরা
ছোট উইন্ডোতে খুলে বসে তাতে যায় বেশ চ্যাট করা
এখানে দেয়ালে চিকা মারা চলে, খুশি মনে যত লেখা
মেইল মরে ভাতে, মেসেজের সাথে চেহারাও যায় দেখা
আরও যদি ঘাঁটি, পাবো খুঁটিনাটি, বলেও হবে না শেষ
দিলাম ক্ষান্ত, এ নয় ভ্রান্ত, ফেসবুক তুমি বেশ।

-------------------------------------------

এটাকে আবার আমার গায়ক বন্ধু উপল গান বানিয়েছে

http://www.youtube.com/watch?v=N9GouGKF_4U

সৈয়দ জামাল


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

আরে জব্বর জিনিস তো! এমন আরো আসুক। দুর্দান্ত লাগলো। কবিতা/গান দুটোই।

"সমকালীন গান" চোখ টিপি

সৈয়দ জামাল [অতিথি] এর ছবি

হুমম... আরো আসার সম্ভাবিলিটি আছে... তবে "জব্বর" হবে কিনা সন্দেহ আছে।

অতিথি লেখক এর ছবি

এখানে দেয়ালে চিকা মারা চলে, খুশি মনে যত লেখা

একদম খাঁটি কথাগুলো বলেছেন ভায়া...

(তাহসিন গালিব)

সৈয়দ জামাল [অতিথি] এর ছবি

ঠিক ধরেছেন ভায়া, আর আমরা সবাই চিকামারায় ওস্তাদ

রেনেট এর ছবি

চমতকার! চমতকার!! চমতকার!!!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ জামাল [অতিথি] এর ছবি

দেঁতো হাসি! দেঁতো হাসি!! দেঁতো হাসি!!!

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি অসাধারণ! অসাধারণ! ।। আপনিতো দারুন লিখেন! গানটাও খুব ভাল লাগল। চলুক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ জামাল [অতিথি] এর ছবি

থ্যাংকু...। তবে বিষয়টা কিন্তু খুব সাধারাণ।

তানবীরা এর ছবি

কড়া ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ জামাল [অতিথি] এর ছবি

তানবীরা বলেছেন ছড়া হলো কড়া
আমিও শুনেছি ভাই কান করে খাড়া

স্পর্শ এর ছবি

বেশ বেশ!!
চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্। সুন্দর।

সুহান রিজওয়ান এর ছবি

জামাল ভাই, গাড়া (গান + ছড়া ) দারূন মজাগ্লো...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মৃন্ময় আহমেদ এর ছবি

কী চমৎকার দেখা গেলো!

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সিরাত এর ছবি

বাহ, বেশ জসিমউদ্দীন মার্কা একটা ভাব আছে। ভালই!

ইরতেজা এর ছবি

ভালো হয়েছে।

_____________________________
টুইটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভাল্লাগলো।
কাল একজন বলছিলেন - 'উই আর কম্যুনিকেটিং ইন ফেসবুক ফর নাথিং। হোয়াট দ্য হেল, ইফ ইয়্যু আর বয়লিং এগ'।

হাসলাম কিছুক্ষণ। তবে ফেসবুক নেশা। ধরে ফেললে কাটানো সমস্যা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তবে গানটা দারুণ, কথা - কন্ঠ দুটোই।

দ্রোহী এর ছবি

যে যাই বলুক ফেসবুক জিনিসটা বেশি সুবিধার না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।