প্রথম ব্লগিং, তাও আবার বাংলায়। নিজেকে বীর মনে
হচ্ছে কিছুটা। বেশ ছোটোবেলার একটা অপরিপক্ক লেখা তুলে দিলাম পরীক্ষামূলক ভাবে।
তুমি না এসেছিলে না আসবে কোনোদিন
শেষ বেলায় তবু আমি কম্পমান হাতে
দ্রুত লিখে যাচ্ছি প্রথম জবানবন্দী এবং
হয়তো বা শেষ । পরিবর্তনের সুযোগ হয়তো
পাবনা , কাজেই সম্বোধনে তোমার নাম ।
এখন তো স্মৃতির সাহচর্য শুধু , কে দেখেছিল
হৃদয়ের ভাঙ্গন , এখন তো ক্ষীয়মান মৃদু
মোমের আলোয় ভালবাসাকে গলতে দেখা
অবসাদের মুহুর্তে । আর যদি
ভাগ্যের কোন নির্মম পরিহাসে কখনো
দেখা হয় আবার , তবে এড়িয়ে না গিয়ে
সামনে দাঁড়িয়ে সীমিত হাসিতে
জিগ্গাষা করতাম, "কেমন আছো? " এবং
এরপর আমরা আবার হারিয়ে যেতাম ।
যেন তুমি না ছিলে, না ছিলাম আমিও।
**অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না "জিগ্গাষা " সঠিক বানান লিখতে। কেউ সাহায্য করলে উপকৃত হব ( লিখতে চেয়েছিলাম কৃতগ্গ থাকব )।
নাম : ভুতুম
মেইল :
মন্তব্য
প্রথম ব্লগীং এর জন্য শুভেচ্ছা রইল। আর লিখুন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ!!!
অভ্র ব্যবহার করলে গ+গ দিলেই জ্ঞ হবে। অন্য লেআউটের ব্যপারে নিশ্চিত নই।
আপনার নিক টা বেশ মজার। আমাদের এখানে ভূঁতের বাচ্চা নামে একজন আছেন। তার সাথে চিন পরিচয় করতে পারেন
আমি কবিতা বুঝি না
তাই ঐদিকে আর গেলাম না।
সচলে স্বাগতম।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অভ্র ব্যবহার করলে J+H+Shift M
ব্লগে স্বাগতম! আমিও নতুন, ঠিকানাবিহীন.....
প্রথম ব্লগিংয়ের শুভেচ্ছা! আহা আমার প্রথম ব্লগিংয়ের কথা মনে পড়েগেল, কিভাবে বাংলায় এভাবে লিখে কিছু জানতাম না।
আপনার ইমেইল এড্রেসটা বেশ মজার! আরো লিখুন
এখানে জ্ঞ লিখে জ তারপর যুক্ত ঞ এভাবে আমিও জানতাম না, এক্সপেরিমেনট করে নিজে নিজেই বের করে ফেলসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সবাইকে অনেক ধন্যবাদ উত্সাহের জন্য। রেনেট, নীড় সন্ধানী আর মুশফিকা মুমুকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সাহায্যের জন্য।
'ভুতুম' নিকটা আমার অসম্ভব পছন্দ হলো! খুবই কিউট
'ভুতুম' নিকটা আমারও অনেক পছন্দ হলো। সচলায়তনে স্বাগতম। নিয়মিত লিখুন।
অভ্রতে কীভাবে 'জ্ঞ' লিখতে হয়, তা তো জেনেইছেন, 'ইউনি'-তে লিখতে টাইপ করুন "U+G+SHIFT I"।
একমত।
ভুতুম নিকটা খুবই কিউট।
সচলে স্বাগতম।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেচারা 'ভুতুমের' নামের আড়ালে তার পোস্টটাই চাপা পড়ে গেলো...
কবিতা ভালো লাগলো।
সচলে স্বাগতম ভুতুম ভাই।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ওইক, অফিসে তোমারে না দেখাইলাম কেমনে লিখে? তুমি তো ফোনেটিক মার: অজ্ঞ লিখতে হলে অ লিখে জ লিখবা। তারপর যোগ চিহ্ন টিপে N আর G. হয়ে গেল। ব্যস্ত থাকায় তোমাকে সাহায্য করা হয়ে উঠেনি, সরি!
যাহোক, আমি ছন্দছাড়া কবিতা পছন্দ করি না (আমার প্রিয় ঝর্না, সোনার তরী আর বিদ্রোহী, বুঝোই তো!), তবে এটার মধ্যে কেমন যেন একটা 'মায়াবী' টাইপ কিছু আছে, বেশ ভাল লাগলো! আরো লেখো!!
যারা নিকটাকে পছন্দ করেছেন, অজস্র ধন্যবাদ।
শব্দশিল্পী ভাই, কি আর বলব, কষ্ট টা আপনিই বুঝলেন :)
আর মনোয়ার ভাই, ছন্দ সহকারে কবিতাও দিবো কালে কালে, তবে আমার মনে হয় শুধু শেয অক্ষর মিল ছাড়া অন্য ভাবেও কবিতাতে রিদম আসে । তবে ছন্দসহটাই কবিতার সবচেয়ে সুন্দর রূপ - এটা আমি একবাক্য স্বীকার করি। খুশী হলাম আপনার ভালো লেগেছে শুনে।
নতুন মন্তব্য করুন