নীল
-------------------------------------------------------------------------
সেই তো পথ। উড়ে যাও হলুদ বিকেল! শৈশবের ঘুড়ি। সন্ধ্যা হলে ঘুমিয়ে যাবে গ্রাম, পুবের বাড়ী তুমি থাকো- তোমার বাড়ী জ্যোৎস্না নামে। আমার ঘরে জোনাকি ঢুকে রবীন্দ্র রূপে।
শীত-বসন্তের গান আজ আর গাওয়া হয় না। কেঁদে উঠে চোখ; শাদা কাপড়ের শোকে। অনেকগুলো রাত চলে গেছে বাতাসের হাত ধরে। অনেক অসহ্য চাঁদ নিভে গেছে তার মতো করেই। কেউ কারো খেয়ালে শিস কাটিনি আমরা। জেগে উঠিনি কেউ চেনা ধ্যান ভাঙ্গা সুরে... অথচ তুচ্ছ পাতাটিও বাঁশি হয়ে উঠে তোমারর খেয়ালে।
একটি প্রজাপতি জনে মন কোণে অভিমানে কে কত হয়েছে নীল। আমরা কেউ জানি না। না নদী না আমি না তুমি। আমরা শুধু দূরত্ব নিয়ে এসেছি নিকটে। কত নিকটে ছিলেম দূরত্ব ছাড়া এই সত্য আজ জানে না আর কোন দূত। ফিরে না আসা পথে ভেসে যায় মেঘ, মাটির টান নেই, বুকে ধরেছে পাথর...মাটিও কী কম যায়...(?)
সুমনের সাহসে গলা যদি আজ ছাড়ি, দেখা হবে কী অন্য গানের ভোরে? বা মিছিলের পথে? আবৃত্তি সন্ধ্যায়? তোমায় দেখবে বলে কয়েক'শ হাজার অক্ষর অপেক্ষায় কেবল একটি কবিতা লেখা হবে তোমায় নিয়ে...
মন্তব্য
ভালো লাগলো...
আস্ত একটা দিন বিদ্যুৎ থেকে বহিস্কার ছিলাম। মন্তব্য দিতে একটু দেরী, ধন্যবাদ আপনাকে...
বাহ্ সুন্দর তো।
হুম, জনাব পান্থ !! ধন্যবাদ মন্তব্যের জন্যে।
হুমমম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুম
চমৎকার। খুবই চমৎকার। মন জুড়োনো লেখা।
ধন্যবাদ ....
বাহ্। সুন্দর
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ হে প্রিয়...
চলবে... এগিয়ে যান।
হ্যা- সেটাই...
ভালো লাগলো।
ধন্যবাদ...
দারুণ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ মন্তব্যের জন্য
বর্ণনায় একটা মাধুর্য আছে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
!!!
সাধু সাধু... ব্যাপক সাধু হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওস্তাদ কী হইছে জানি কইলেন?
আবেগ ঝরে পড়েছে প্রতিটি অক্ষরে।
তাই-ই!
নতুন মন্তব্য করুন