নামতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ৪:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নামতা
নাহার মনিকা

মেঘের গায়ে এক চিরকুট আলতা থাকুক
লাল না হলেও বেগুনী পিরানটা রাখুক।
আঁকশি দিয়ে ঝুলন্ত রোদ আনবে পেড়ে
অতলান্ত রং সরিয়ে নীল চাদরে…
এক পরত চন্দনে যেই গা ঘষবে
বাতাস সাজায় বাসর, তাতে মুগ্ধ স্বরে
কী শোনাবে … শাস্ত্রীয় গানালাপ সেরে
লহমায় টিপ, ঘোমটা খুলে মেঘের ওড়া।
উল্টো দিনে রোদ ফুরিয়ে বাতাস ক্লান্ত
আকাশে হাক, হাতছানি দেয়
স্বাস্থবতী মেঘ নামান তো…
পূর্ণ বক্ষ, দক্ষ যজ্ঞ দেখ দেখান্ত
রঙ্গিন চটুল মেঘের আশায় দিবসান্ত…।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নাহার মনিকা [অতিথি] এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা!

সাইফুল আকবর খান এর ছবি

এক একে এক
দুই একে দুই
তিন একে তিন-এর চে' বেশ এট্টু কঠিনই আছে এই নামতাটা। হাসি
চালায়া যান।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নাহার মনিকা [অতিথি] এর ছবি

নামতার এইটাই মজা
কখনো কঠিন, কখনো সোজা।

পড়ার জন্য থ্যাংক ইউ!

সাইফুল আকবর খান এর ছবি

হুম।
সহজ একে সহজ,
সহজ দ্বিগুণে কঠিন,
সহজ তিরিকে জটিল,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

গৌতম এর ছবি

আপনার কবিতাগুলো অন্যরকম। মাঝে মাঝে বুঝতে একটু কঠিন লাগলেও পড়তে ভালোই লাগে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নাহার মনিকা [অতিথি] এর ছবি

গৌতম, কবিতা পড়ছেন দেখে ভালো লাগছে ।

পান্থ রহমান রেজা এর ছবি

ভালোই চলছিল। কিন্তু পড়তে পড়তে শেষে এসে গুলিয়ে ফেললাম। যদিও আমার গুলানোতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি আপনার মতো করে লেখে যান।

নাহার মনিকা [অতিথি] এর ছবি

ঠিক আছে পান্থ, লিখে যাবো।

শাহীন হাসান এর ছবি

আঁকশি দিয়ে ঝুলন্ত রোদ আনবে পেড়ে
অতলান্ত রং সরিয়ে নীল চাদরে ...
ভাল-লাগলো ...।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নাহার মনিকা [অতিথি] এর ছবি

অনেক ধন্যবাদ শাহীন হাসান।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।