পুরাণ কথা
------------
একজন তিনি এই পথে যাবেন সমুদ্র ভ্রমনে, সেই কথা - তাহার কথা ভাবিতেছে অসার স্বপ্ন চারীর দল....
ক্রমশ: ঘনো হয়ে যাওয়া
মসলিন হাওয়ায় উড়তেছে রাতের আকাশজুড়ে
মসৃন নক্ষত্রেরা
যতটা ছিল তার চেয়ে অধিক মৌনতায়
ক্ষীন হয়ে আসা পথে ঢুকে পড়ে শুণ্য সব
অশুণ্যের
দাবানলে পুড়ে যাওয়া মেহগনি কাঠের বন -
বায়বীয় বিস্বাদ ক্রমশ অধিক হলে
তারা হয়ত ভাবে ততোধিক মগ্নতায়
তিনি কী পেরিয়েছেন অধিক দূরত্ব অথবা নাতিষীতোষ্ণতায়
মুছে গেছে সব নোনা জল,
না জেনে কী করে পার করে রাতের শুষ্কতা
অনধিক সঙ্গম যেখানে - যে প্রস্থানে হয়ে পড়ে অর্বাচীন
প্রাগৌতিহাসিক নগরের ভূ-কম্পনে শুনা যায়
শুধু বিকলাঙ্গ পায়ের শব্দ.....
ধীরে
ধীরে
মিলায়
-নীল মানব
http://poemssyi.blogspot.com
মন্তব্য
নতুন মন্তব্য করুন