কোন এক সন্ধ্যায়
কোন এক সন্ধ্যায়
বিষন্ন মন নিয়ে যখন দেখছিলাম,
সন্ধ্যার আকাশে নানা রংয়ের খেলা,
তখন বারান্দার গ্রীলে বসা চড়ুই পাখিটিও
আমায় দেখছিল বিষন্ন দৃষ্টিতে,
তখন সেই মু্হু্র্তে আমার মনে এতো টুকু ও আবেগ ছিল না
ছিল কেমন একটা বিষন্নতা
পৃথিবীর উপর ভীষণ একটা ক্লান্তি
প্রিয়জনদের স্মৃতি, সবটুকু মিলিয়ে “ অবসন্ন সন্ধ্যা “
ঠিক সেই সময়টাতে তোমার আগমন্,
আমার মনে ভালো্লাগার নানা রঙের খেলা
তোমাকে নিজের করে নেয়ার প্রবনতা, তোমার কন্ঠস্বর,
তোমার হাসিটুকু নিজের করে নেয়ার একান্ত ইচ্ছে,
কিছু বলা না বলা কথা ,
প্রচন্ড্রকমের আবেগ, তোমাকে ভীষনভাবে অনুভব করা,
সবটুকু মিলিয়ে,
তোমার জন্য আমার প্রথম “ ভালোবাসা “
মন্তব্য
হায়, অতিথি লেখক - আপনার নামটি জানা হলো না...
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন