শেষটাতে সব চেষ্টা জলে, রেশটা দুঃখের রয় পিছু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১০:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সংসারে এক সন্ন্যাসীর হেঁটে যাওয়া পথের ধূলো নিয়ে তৈরী করা কিছু দ্বিপদীপঞ্চকের উপস্থাপণ (যদিও ভুলে ভরা)

- সাইয়েদ জামাল


চিত্ত যদি বিত্ত লোভে নিত্য বাসনায় থাকে
শান্তিছাড়া ক্লান্তিবিহীন ভ্রান্তিগুলো পায় তাকে।


লগ্ন যে যায়! ভগ্ন আশায় মগ্ন থেকে হয় কিছু?
শেষটাতে সব চেষ্টা জলে, রেশটা দুঃখের রয় পিছু।


রুক্ষ মেজাজ মূখ্য এখন, দুঃখ শোকে ফাঁস খাবে
তর্ক নয় আর দরকষাতে ঘরকুণো আক্কাস ভাবে।


জৈষ্ঠ্য মাসের কষ্ট তাপে নষ্ট ধানের বীজতলা
ঈশাণপানে কিষাণ দেখে নিশান ভয়ের - নিস্ফলা


পর্দাতে খবরদারী তার, জর্দাতে সুঘ্রাণ মুখে
পাঞ্জাবীতে মাঞ্জা, আবার গাঞ্জা টানেন প্রাণ সুখে


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

সচলে স্বাগতম!
আগে আপনার কোন লেখা পড়েছি কি না মনে করতে পারছিনা। ছড়া দারুণ হয়েছে। নিয়মিত লিখতে থাকুন!

সাইয়েদ জামাল এর ছবি

ধন্যবাদ আকতার ভাই, সচলে এটা আমার দ্বিতীয় ছড়া, প্রথমটা ফেইসবুকের গুনগান বিষয়ক - "ফেইসবুক তুমি বেশ"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আন্তরিক স্বাগতম। যদিও আমার একচ্ছত্র রাজত্ব আজ হুমকির মুখে চোখ টিপি

ভালো ছড়া পড়লেই আমার সদাপ্রফুল্ল মন প্রফুল্লতর হয়ে ওঠে। আর তাই সু-ছড়াকারদের আমি ভালো পাই খুব।

তবে একখান কথা আছে।
"সংসারে এক সন্ন্যাসীর হেঁটে যাওয়া পথের ধূলো নিয়ে তৈরী..." - এই ধরনের অমূলক কথায় বড়োই অস্বস্তিবোধ হয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইয়েদ জামাল এর ছবি

কথাটা মোটেই অমূলক নয়। এই ছড়ার আইডিয়ার উৎস আপনার ছড়া। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মূলত পাঠক এর ছবি

চমৎকার ছন্দের খেলা, খুব ভালো লাগলো।

এস, জামাল এর ছবি

ধন্যবাদ পাঠক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্বাগতম... ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস, জামাল এর ছবি

থ্যাংকু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।