a+b=/ab

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ১০:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এত স্পষ্ট কথায় কবিতা হয়না।
তবে চাইনা বলেই পারব না।
আভাস ইঙ্গিত আড়ালের জল্পনা –
ছানি পড়া চোখের ভাষায় ন্যাকামি চলেনা,করুণা তবু –
আমার হাতে সময়ের ভরসা আর
ভরসার সময় সীমিত খুব।
তোমায় সম্ভোগ শেষে চুমু খেতে চাই
তোমার পঞ্চম প্রজন্মের স্তনে।
সুদীপ্ত...নামটাই থাক


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

( পার্থসারথি মুখার্জী )

ভাল সুগঠিত লেখা । শব্দের সম্মিলিত সৌন্দর্য্য মনকে নাড়া দেয় । সবটা বুঝতে না পারলেও কবিতায় পাঠকের তো সে স্বাধীনতা আছেই । লিখতে থাকুন । নিজের নামটা লেখার শুরুতে প্রথম বন্ধনীতে রাখলে চট করে খুঁজতে সুবিধে হয় ।

নিবিড় এর ছবি

ভাল লাগল


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।