না দেখার বোধ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৩/০৫/২০০৯ - ৯:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফরেস্ট বাংলোয় থেকে বৃষ্টি
দেখিনি কখনো,শুনেছি শুধু
এই টিনশেড ঘরে
অবিরাম বৃষ্টি পড়ে
শিশুর কান্নার সুর যেন
থেমে থেমে
শুরু হয় ফের
তারপর সুর থামে...
বৃষ্টি থামে...
কামড়ে থাকে কেবল না দেখার বোধ

আসমা বীথি


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

মৃন্ময় আহমেদ এর ছবি

চলুক

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

উজানগাঁ এর ছবি

এই না দেখতে পাওয়া বোধ আমাকেও স্পর্শ করে গেল !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর তো!

সুমন সুপান্থ এর ছবি

সচলায়তনে স্বাগতম বীথি । শাওনের পর আপনাকেও এখানে দেখে ভালো লাগলো । নিয়মিত হবেন আশা করছি ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

আসমা বীথি [অতিথি] এর ছবি

জায়গা খুজছিলাম একটা,লেখার।সচলায়তনের সন্ধান পেয়ে ভালই লাগছে।সুপান্হ-কে দেখেও ভাল লাগল।

পান্থ রহমান রেজা এর ছবি

একদা ভোকার পাঠক ফোরামে চট্টগ্রাম থেকে আসমা বিথী বলে একজন লিখতো। মুগ্ধ হয়ে পড়তাম তার লেখা। আপনি কি সেইজন?
দারুণ লাগলো কবিতাখানা। নাম দেখেই খানিকটা সাবেকী মুগ্ধতা নিয়ে তাকিয়ে ছিলাম কবিতার দিকে। সেটাও উপাদেয় হওয়ার আরেকটা কারণ হলেও হতে পারে। লিখতে থাকুন এই আমাদের উন্মুক্ত ময়দানে।
ওহ্ হো, বলায় হয়নি সচলায়তনে স্বাগতম।

আসমা বীথি [অতিথি] এর ছবি

ধন্যবাদ রেজা।ব যদি ঈ-কার দিয়ে হয় সে আমি-ই ছিলাম।ভোকা-তে লিখেছি দু-চার বার।সে তো বহু আগের কথা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।