ফুটবল : চেলসি ১ বার্সেলোনা ১ রেফারী ?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন লাইভ ফুটবল খেলা দেখা হয়না । ইদানিং নাকি বেশ কিছু আর্ন্তজাতিক ফুটবল খেলা হয়ে গেলো যা না যা না দেখায় নাকি জীবনটাই বৃথা ! এমনকি দেশের সাম্প্রতিক আবাহনী মোহামেডানের সুপারকাপও দেখা হয়নি বাইরে থাকার কারনে । তাই ভেবে রেখেছিলাম খেলাটা দেখবো ।

আমি খেলা দেখা শুরু করার আগেই মিনিট পনেরো খেলা হয়ে গেছে । বার্সেলোনাকে সমর্থন করে খেলা দেখতে বসে দেখি ততক্ষণে চেলসি ১ গোল দিয়ে দিয়েছে ! যাহোক খেলা দেখতে থাকলাম । খুবই নিরানন্দ খেলা মন খারাপ একটু পর পর মনে হচ্ছিলো, ধুর যাই, ঘুমাই গিয়ে, রাত্র ৩টা পর্যন্ত আজাইরা খেলা দেখার চেয়ে ঘুমানো ভালো । তবুও শেষটায় বার্সেলোনা যদি কিছু করতে পারে এই আশা নিয়ে খেলা দেখতে থাকলাম । অবশ্য দুই দলের ২২ খেলোয়াড়ের চেয়ে নরওয়ের রেফারী টম হেনিং এর খেলাই দেখার মত হয়ে উঠলো ! চেলসির ন্যায্য ২/৩ টি পেনাল্টি তিনি দিলেন না । বার্সেলোনার আবিদাল প্রথমার্ধে যে ফাউল করলো তাতে পেনাল্টি ও লালকার্ড পাওয়ার কথা, রেফারী তা দেখলেন না আবার দ্বিতীয়ার্ধে আবিদালকে একেবারে বিনা দোষে লালকার্ড দেখালেন । সবচেয়ে মজা লাগলো যখন খেলা শেষ হওয়ার পরে রেফারী দ্রগবা কে হলুদ কার্ড দেখালেন !

যাহোক বার্সেলোনা অতিরীক্ত সময়ের ৩য় মিনিটে গোল করে খেলায় শুধু সমতাই আনলোনা, একেবারে ফাইনালে চলে গেলো ! সারা ম্যাচে ওটাই ছিলো গোলে ওদের একমাত্র শর্ট । বার্সেলোনাকে সমর্থন করে খেলা দেখতে বসেছিলাম, বার্সেলোনা হারলে খারাপ লাগতো । কিন্তু রেফারীর বহু ভুল সিদ্ধান্তে বার্সেলোনা ফাইনালে যাওয়া একদমই উপরি-পাওয়া, তাতে আর যাই হোক, অন্তত: আনন্দটুকু পেলাম না মন খারাপ

খেলা শেষে একটা উপলদ্ধি হলো । একটা খেলায় ২২ জন খেলোয়াড় খেলে, তারা নাম-যশ-টাকা কামায় কাড়িকাড়ি ; কোটি মানুষ সেই খেলা দেখে আনন্দ পায় ; আর রেফারী ? সে যেকোন খেলোয়াড়ের চেয়ে বেশি দৌড়ায়, কষ্ট করে, পুরোটা সময় অবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে রাখে তার ধন্যবাদ-বিহীন (thankless) কাজের জন্য , বিনিময়ে পায়না কিছুই । আবার এই রেফারীর ভুল সিদ্ধান্তে /কাজে খেলাটাই একদম নষ্ট হয়ে যায় ! ব্লগ মর্ডারেশনের সাথে কি অদ্ভুত মিল !

~
(স্বপ্নের ফেরিওয়ালা – )


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

চেলসিকে পছন্দ করি না। ইব্রাহিমোভিচের টাকা!

আমিও খেলা দেখে হতাশ হয়ে খেলার ৮৭ মিনিটের সময় টিভি বন্ধ করে দিয়েছিলাম। এখন ভালো খবরটি আপনিই দিলেন! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বার্সা সাপোর্ট করি, বার্সা ফাইনালে যাওয়ায় খুবই আনন্দ পাইছি অস্বীকার করবো না ... তবে স্বীকার করি যে আজকে বার্সা ভালো খেলে নাই, জাস্ট ভাগ্যের উপর ভর করে উঠে গেছে ...

তবে এই ভাগ্যটাও খেলারই অংশ ... প্রায় প্রতিটা বড় দলই কখনও কখনও ভাগ্যের উপর ভর করে বা শুধু বড় দল বলে রেফারির বেনিফিট অভ ডাউট নিয়ে ম্যাচ বের করে আনে, আজকে বার্সার দিন ছিল ...

যেমন, ফার্স্ট লেগে বার্সার অঁরি নিশ্চিত একটা পেনাল্টি পাইতে পারতো, রেফারি দেয় নাই ... আবার আজকে সারা ম্যাচে বার্সা কোন সুযোগই তৈরি করতে পারে নাই, একটা পাইছে তাতেই গোল ... সেখানে ফার্স্ট লেগে গোলে শট ছিল আঠারোটা, টার্গেটে ছিল ছয়টা; অপরদিকে চেলসি মাত্র তিন আর এক ... তাও কোন দল গোল পায় নাই ...

আর বালাক আর ড্রগবার হলুদ কার্ড ঠিকাছে, যেমনে খেলা শেষ হওয়ার পর রেফারির দিকে তেড়ে গেছিল সেটা কোন ভালো কাজ হয় নাই ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সুহান রিজওয়ান এর ছবি

কিংকং ভাই, লাইক্স দিস !!!!

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

লুৎফুল আরেফীন এর ছবি

ফুটবলের খবরাখবর জানলাম, এখানে না পোস্টালে জানাই হতো না। আপনাকে ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ...তীরুদা

~
(স্বপ্নের ফেরিওয়ালা – )

কীর্তিনাশা এর ছবি

বার্সা জেতায় আমিও খুশি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

এককালে আমি লিভারপুলের ডিফেন্ডার ছিলাম! বিশ্বাস না হইলে ভিডিও দ্যাখেন।

দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

যাক কিকটা জায়গামত লাগছে তাহলে ... যেই ভাব নিয়ে শট নিতেছিলেন আমি ভাবছিলাম পিছলায়ে পড়বেন দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দ্রোহী এর ছবি

অপমান করলেন না প্রশংসা করলেন মিয়া? জায়গামত মানে? খারাপ ইংগিত দিচ্ছেন নাকি?

দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আপ্নের মন ভর্তি পাপ, যান অযু করেন দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দ্রোহী এর ছবি

আমার মনে পাপ! আমার মত ভালাপুলা (এইরকম কিক মারতে পারে) এই জগতে আরেকটা দেখানতো!

অতন্দ্র প্রহরী এর ছবি

কিকটা জায়গামতো লাগুক বা না লাগুক, জায়গামতো গিয়া পড়ছিল (গেছিল) নাকি সেইটা কন খাইছে

রায়হান আবীর এর ছবি

ব্রেট লির মতো রানাপ নিয়া যেমতে কিক্টা কর্লেন আরেকটু হইলেও তো প্যান্টালুন গেছিল দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

আমি ম্যানইউ। চোখ টিপি

রায়হান আবীর এর ছবি

আগামী দুই সপ্তাহ খাওয়া দাওয়া বন রাখেন। ফাইলানের দিন পেট ভরায় দেওয়া হইবেক। সব মানুর সাপোর্টারদের যেন আগামী দুই সিজন খিদা না লাগে সেইটার ব্যাবস্থাও হবে ...

অতন্দ্র প্রহরী এর ছবি

তাই, না? দেখা যাবে কী হয়। তা, আর্সেনাল হয়ে তোমার পেট এখনো ভরে নাই? চোখ টিপি

রায়হান আবীর এর ছবি

এইসব লীগ টেবিল দেখে দল নির্বাচন করা সাপোর্টারদের নিয়ে আর পারা গেলো না। রেগে টং

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আর কইও না, ম্যান ইউ বা রিয়েল মাদ্রিদ হারলে আমাদের বিডিআর ডায়লগ দেয়, "এককালে ওদের সাপোর্ট করতাম আরকি, এখন তো ফুটবলের খবর রাখি না ..." আর যেই জিতে, অমনি ভাব নিতে আসে দেঁতো হাসি ... সিক্সটিন্থ ডিভিশন সাপোর্টার হো হো হো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।