অসুখ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৯/০৫/২০০৯ - ১১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অসুখ

মণিকা রশিদ

>>>>>>>>>>>
মৃত্যুর প্রচ্ছদে শুয়ে জানি
ব্যথা তুমি জীবন শেখাও।
বেঁচে থাকা জলকেলী শেষে-তোমার বারান্দায় এসে থামি
অস্পস্ট-মুখর!
হলুদ হীরের মত উদ্বত কবন্ধ খুলে নাচে সবগুলো জীবন অক্ষর
সীমানার বাইরে এসে আবারও যে স্তব্ধ অন্তরায়
ডেকে যায়
আরো কিছুদিন, কিছুদিন থাকো-ও পুরোনো পাতা!

অবাঞ্ছিত ব্যথা তুমি বাঞ্ছিত মমতার কন্ঠে সোহিনী বাজাও
ব্যথা তুমি বিদ্যুতের মতন করে এসে
জীবন শোধন করে যাও!


মন্তব্য

নীল [অতিথি] এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

হ্যাঁ, তাই তো... আমাদের জীবনে সবকিছুর একটা নির্দিষ্ট জায়গা আছে। ব্যথার-ও – মৃত্যুর-ও। খুব ভাল লাগলো।

শ্রীতন্ময়

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষের লাইন ক'টা খুব ভালো লাগল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

মনিকা, সুন্দর হয়েছে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।