অসুখ
মণিকা রশিদ
>>>>>>>>>>>
মৃত্যুর প্রচ্ছদে শুয়ে জানি
ব্যথা তুমি জীবন শেখাও।
বেঁচে থাকা জলকেলী শেষে-তোমার বারান্দায় এসে থামি
অস্পস্ট-মুখর!
হলুদ হীরের মত উদ্বত কবন্ধ খুলে নাচে সবগুলো জীবন অক্ষর
সীমানার বাইরে এসে আবারও যে স্তব্ধ অন্তরায়
ডেকে যায়
আরো কিছুদিন, কিছুদিন থাকো-ও পুরোনো পাতা!
অবাঞ্ছিত ব্যথা তুমি বাঞ্ছিত মমতার কন্ঠে সোহিনী বাজাও
ব্যথা তুমি বিদ্যুতের মতন করে এসে
জীবন শোধন করে যাও!
মন্তব্য
ভালো লাগলো।
হ্যাঁ, তাই তো... আমাদের জীবনে সবকিছুর একটা নির্দিষ্ট জায়গা আছে। ব্যথার-ও – মৃত্যুর-ও। খুব ভাল লাগলো।
শ্রীতন্ময়
শেষের লাইন ক'টা খুব ভালো লাগল।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মনিকা, সুন্দর হয়েছে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন