কবিরা বলেছেন
মানুষের মধ্যে কেউ কেউ আর মানুষ থাকবে না
কেউ নদী হবে কেউ হবে পাখি আর কেউবা আস্তাবলের বৃদ্ধ ঘোড়া।
কবিদের আমি বিশ্বাস করিনি -কেননা
কবিতাকে আমি ধর্ম বলে মানিনি
কবি আর কবিতারা মনে হয়েছে
ধর্মহীন অপপ্রচার-
অনেকদিন।
অথচ দেখছি আজ
কেউ কেউ আর মানুষ নয়
মানুষেরা থাকেনি মানুষ
কেউ কেউ আসলেই হয়ে গেছে নদী, কেউ কেউ আসলেই পাখি
এবং
দুচোখ ভরে দেখছি
অবেলায় হয়ে গেছে কেউ কেউ
আস্তাবলের বৃদ্ধ ঘোড়া
জীর্ণ, ক্লান্ত আর অশুদ্ধ মাকড়সার জালের মধ্যে পেঁচিয়ে পড়া ঘোড়া
এক বৃদ্ধ ঘোড়া
ঠিক যেন আমার মত, সুপ্রাচীন অপ্রয়োজনীয় এক ঘোড়া।
------------------
অকৃত্রিম
মন্তব্য
শ্রদ্ধেয় অকৃত্রিম
আপনার কবিতাটি খুব ভাল লাগল। কবিতার দর্শন আমিও দুচোখে দেখতে পারছি।
......................................................
পতিত হাওয়া
তাই । ধন্যবাদ।
কবিতা আমায় খুব টানে, তবে সব কবিতা নয়, কিছু কবিতা যে কবিতাগুলো সত্যকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলে, দুর্বোধ্যতার বদলে আশ্রয় করে শব্দাবলীর যথার্থ প্রয়োগের উপর। আপনি দুটোই করেছেন, তাই আপনার কবিতা আমায় কাছে টেনেছে, আমি অভিভূত হয়েছি।
ধন্যবাদ সংক্ষিপ্ত অথচ অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য।
সালাহউদদীন তপু
কবিতাটি আপনার সেই অল্প কিছুর তালিকায় থাকছে বলে ভাল লাগল।
কবিতাটা সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ।
ভালো লাগলো।
আচ্ছা আপনি কি অকৃত্রিম নামে লিখবেন? এইসব লেখা ছদ্মনামে গ্রহণ করতে মন বেশি টানে না। সমস্যা না থাকলে নিজের নামেই লিখুন এখানে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কিছু কিছু জিনিস ছদ্মের মোড়কেই থাকুক না। কি বলেন?
কেউ নদী হবে কেউ হবে পাখি ...
ভালো লাগলো খুব আপনার কবিতা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হু, ধন্যবাদ।
সুন্দর আছে কবিতাটা।
প্রকৃতির মতই সুন্দর নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব ভালো লাগলো কবিতাটা।
এইটা কি লিখলেন?!!! ভয়াবহ কবিতা!! ফাটিয়ে দিলেন তো!!!
তাই। মাঝে মাঝে এরকম ফাটাফাটি অবশ্য ভাল, কি বলেন?
সুন্দর কবিতা!
ভালো লাগলো, সুন্দর কবিতা। আরো পড়ার আশায় থাকলাম...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বাঃ
সিম্পলি অসাধারন। ভাই আপনার লেখার হাত বেশ পরিপক্ক। এতদিন কোথায় ছিলেন??
হাত খুলে লিখে যান।
চমৎকার কবিতা। এই বেলায় এসে নিজেকে বলদ বৈ কিছুই মনে হয় না!
শেষের কথাটা একদম নিজের বলে মনে হলো।
কবিতা সুন্দর হয়েছে।
খুব সুন্দর একটি কথা এত সহজে বলা গেল। দারুন।
শ্রীতন্ময়
নতুন মন্তব্য করুন