এক . মৃতের স্তূপ
মৃতের স্তূপে মৃত্যুকে দেখেছ
জীবিতের মাঝে দেখেছ কি ?
কখনও শুনেছো জীবন্ত শরীরের প্রতিটি দীর্ঘশ্বাসে মৃত্যুর পরোয়ানা ?
ম্রিয়মান জীবনে, তীব্র গ্লানিতে, অজস্র অপবাদে
অম্লান বদনে থাকে অনাকাঙ্খিত মৃত্যু।
নির্যাতিত গৃহবধূ, বেকার যুবক, ধর্ষিত জীবিত শিশু, শিরা জেগে থাকা বৃদ্ধ শ্রমিক-
বিলীন জীবনরস, অবশেষ যা আছে তা নিয়ে গড়ে ওঠে
জীবনের মাঝে মৃতের স্তূপ।
দুই . বংশানুক্রমে মধ্যবিত্ত
সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে
মধ্যবিত্তের ঢল নেমেছে শহরে।
ক্লান্ত-শ্রান্ত নগরীর স্পর্শ মেখে ঘরে ফিরছে
অফিসফেরত মানুষগুলো।
মনে হল "মধ্যবিত্ত" পদবী বোধহয় বংশানুক্রমে
ধারণ করে কেউ কেউ।
নতুবা, মাস্টারমশায়ের ছেলেটা , উৎকোচ দিতে বাঁধছে বলে
বড় অঙ্কের মাইনে ছেড়ে, মাস্টার বেন যায় কেন ?!
বাবার অফিসের অধনস্তদের গাড়ি-বাড়ি হয়ে যায়।
শুধু মা-ই ছিমছাম কিছু স্বপ্ন বুকে নিয়ে
জীবনের অনেকগুলো প্রহর কাটিয়ে দিলেন।
টিউশনির মাসোহারা হাতে নিয়ে,
আরেকবার মনে পড়ে -
"মধ্যবিত্ত" পদবী বোধহয় বংশানুক্রমেই ধারণ করে মানূষগুলো।
মন্তব্য
ভালো লাগলো
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ
জুয়েইরিযাহ মউ
মধ্যবিত্ত নিয়ে আপনার লেখাটা ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ
জুয়েইরিযাহ মউ
কবিতা বুঝিনা তেমন, তাই পড়াও হয়না সেভাবে। আপনার টা ভাললাগলো বুঝতে পেরেছি বলে।
এখানে কি 'বনে' যায় হবে?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হ্যাঁ, যথার্থই শব্দটি "বনে যায়" হবে।
জুয়েইরিযাহ মউ
কবিতার বাইরে প্রশ্ন করি...
কারন কবিতা নিয়া কোনো প্রশ্ন নাই আমার
জুয়েইরিযাহ মানে কী?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
" জুয়েইরিযাহ " শব্দটি আরবী ভাষা থেকে এসেছে । আরব দেশের একজন পন্ডিত নারীর নাম ছিল এটি।
শব্দটির অর্থ হল - স্বর্র্গীয় বাগানের পরিচর্যাকারী ।
ধন্যবাদ
অতিথি আপনার নাম কোথায়? মধ্যবিত্তটা ভালো লেগেছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমার নাম - জুয়েইরিযাহ মউ
মন্তব্যের জন্য জানাই ধন্যবাদ
খুব ভালো লাগল।
অসংখ্য ধন্যবাদ .........
পাঠকের ভাললাগাই লেখকের চলার পথের পাথেয় ।
জুয়েইরিযাহ মউ
নতুন মন্তব্য করুন