নিড়ালায়
মণিকা রশিদ
আমরা এসেছি, অভিমানী শানবাঁধা পুকুরের পার,
আমরা দুজন, আমাদের চেনো?
আমাদের চেনো শূন্য কাঠের বেঞ্চি, পাতাহীন ম্যপলের গাছ?
আমরা এসেছি-বড় দেরী হয়ে গেল
বড় বেলা বেড়ে গেল!
আমরা এলাম
গুনে গুনে দ্বিপ্রহরে
দেখব বলে নিড়ালায় ওড়াওড়ি গাংচিল, দুজন শালিখ
দু-একটি শঙ্খসাদা বাড়ী।
নিড়ালায় এলাম
গুনে গুনে দ্বিপ্রহরে
গুনে গুনে ফেলে এসে তিন তিনটে গলি!
দেখব বলে ঘাটে নৌকা, নোংগর কৌশল!
শেকলকে নেড়ে দিয়ে নাবিক আমার
আমারেই ঠেলে দেবে শেকলে শেকল, ঘোলাজলে
নাইয়ে দেবে নগ্ন নিড়ালায়।
নিড়ালায় এলাম!
তোমাদের বলি, গাংচিল, সাদা বাড়ী, ম্যপলের গাছ
এর কাছে বাঁধা আছে আমার নাভীশ্বাস
এর কাছে খাঁচাভরা আমার পরাণ, এর গল্প
বলব বলেই
বেছে বেছে দ্বিপ্রহরে
একে নিয়ে বেড়াতে এলাম!
মন্তব্য
"নিড়ালায়"? নিরালায় বলতে চাইছেন বোধ হয়?
প্লীজ "নিরালা' করে দিন, অসম্ভব চোখে লাগছে৷
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আমার "র" ও 'ড়" এর ব্যবহারজনিত গন্ডগোল রয়েছে। সেটুকু সহ্য করে কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সুন্দর কবিতা। শুধু 'নিড়ালা'...
কতটুকু নিরালা এটা বোঝানোর জন্যে যদি র < ড় < ঢ় করা যেতো।
ধরুন লোকজন এখন নেই, কিন্তু চলে আসার সুযোগ তাদের আছে। কোন পুকুরঘাটের কথা ধরুন। সেটা নিরালা।
আবার ধরুন লোকজন নেই, কিন্তু চলে আসার সুযোগও তেমন প্রশস্ত নয়। ধরা যাক বান্ধবীর মা মার্কেটে গেছেন, কাজের বুয়া বাজারে গেছে। সেটা নিড়ালা।
আবার ধরুন, জাহাজডুবি হয়েছে। দ্বীপে আমি আর কোন উদ্ভিন্নযৌবনা [এনকিদু দ্রষ্টব্য] আশ্রয় নিয়েছি। কয়েকটা নারিকেল গাছ ছাড়া এক হাজার কিলোমিটারের মধ্যে কিছু নেই। সেটা নিঢ়ালা।
হা হা হা হা
হাইকোর্টের সাম্প্রতিক রায়ে কোন উদ্ভিন্নযৌবনার সাথে আপনাকে নিঢ়ালা পাওয়া গেলে চৌদ্দশিকের নিশ্চয়তা দেয়া যায়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
তাহলে "ড়" এর স্থলে "ঢ়" ই পড়ে নিলে ভাল হয়।
এ তাহলে "নিঢ়ালা" ই।
ভালো লাগলো।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
উদ্ভিন্নযৌবনাকে নিয়ে নিঢ়ালায় যাওয়ার জন্য কী করতে হবে?
নিডালা হলে কেমন হয় !!!!!
নতুন মন্তব্য করুন