মেসঘর বনাম কুকুরের খাঁচা ।। জুয়েইরিযাহ মউ

জুয়েইরিযাহ মউ এর ছবি
লিখেছেন জুয়েইরিযাহ মউ [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিকেলের আড্ডায় আজ বিষন্নতার ভার ছিল অনেকখানি।
সুজনের ‘যাবো যাবো’ করেও বিদেশ যাওয়া হয়ে ওঠছে না।
আর শ্যামল ছেলে অপুকে এই শহর গ্রাস করছে ক্রমশ !
আজও বললো - “মা বলেছে -পাকা আম, কাঁঠাল যে শেষ হয়ে এল বাবা,
তুইতো এখনও এলিনা।”
আমি চায়ের কাপে চুমুক দিয়ে ভাবি -
কবে পড়ালেখার সমাপ্তিতে চাকুরী পাবো?
কেমন অগোছালো হয়ে পড়ছে বিন্যস্ত দিনগুলো।
ঠিক তখনই বিকেলের আকাশ ভাসে চোখে।
বিলবোর্ড, সাইনবোর্ড আর টাওয়ারের ভিড়ে
টুকরো আকাশ চোখে পড়ে -
চোখে পড়ে এক আশ্চর্য তীব্র বিলাসিতা।
অট্টালিকার ছাদের উপর গড়ে উঠছে কুকুরের খাঁচা ,
ছাদের আধেক সীমানায় সাদা রঙের ‘চরম বিলাসিতা’।
মনে পড়ে চয়নদা’র মেসঘরের কথা।
ছোট্ট ঘরে চারটি ছেলের যেন খড়কুটো ধরে ভাসতে থাকা।
গেল মঙ্গায় বাবাকে চিতায় তুলে দিতেই,
চয়দাকে মেটাতে হয় ছ’টি পেটের ক্ষুধার যন্ত্রণা....
গ্রামের বাড়ি পাঠিয়ে দিত উপার্জিত গুটিকতক নোট।
ওর সারাদিন কেটে যেত এক টুকরো পাউরুটি আর চা’য়।
আর আমি দেখি, সিমেন্টের খাঁচায় বন্দি মঙ্গাপীড়িত বোধ।
ঐ মেসঘর , আয়তনে খাঁচাটির অর্ধেকেরও কম।
চায়ের কাপে চুমুক দিয়ে ভাবি - জয়তু ‘কুকুর ভাগ্য’ !!
‘কুকুর ভাগ্য’র কাছে হেরে গেল
‘মানব ভাগ্য’ কিংবা ‘সাম্যবোধ’ ॥


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

‘কুকুর ভাগ্য’র কাছে হেরে গেল
‘মানব ভাগ্য’ কিংবা ‘সাম্যবোধ’ ॥

সে তো সেই পন্ডিতমশাই-এর আমল থেকেই হয়ে আসছে মন খারাপ

অতিথি লেখক এর ছবি

হয়ে আসছে, তাই আজও হতে দিতে হবে, তা কি হতে পারে ??
বিবেকবর্জিত এহেন অর্থ-অপচয় সম্পর্কে সচেতন হবেন বিত্তবানেরা -
প্রত্যাশা এটুকুই।
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেশ ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ,
ভাল থাকুন, প্রতিদিন....... প্রতিক্ষণ ........ হাসি
জুয়েইরিযাহ মউ

অজুন মান্না এর ছবি

মউ,
কবিতা ভাল লেগেছে

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ,
ভাল কাটুক প্রতিদিনের প্রতিটিক্ষণ ......... হাসি
জুয়েইরিযাহ মউ

হাসান মোরশেদ এর ছবি

জুয়েইরিযাহ মউ- কি সম্মানিত অতিথি লেখকের নাম?
কবিতা পঠিত হলো। আরো লিখুন। আমরা পাঠকরা পড়ি হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

জ্বী,
আমার নাম - জুয়েইরিযাহ মউ হাসি
ভাল থাকুন....... প্রতিদিন......... প্রতিক্ষণ.........
ধন্যবাদ.

শ্যাজা এর ছবি
অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি
জুয়েইরিযাহ মউ

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লাগল কবিতাটা।

অতিথি লেখক এর ছবি

কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ হাসি
জুয়েইরিযাহ মউ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।