টুকু তালুকদার, মানবাধিকারকর্মী, রাঙামাটি
ইমেইল:
..................................................................
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ির ১৪ বছরের কিশোরী মেয়ে চিত্তি (আসল নাম-পরিচয় গোপন রাখা হলো) কিছুদিন আগে জেলা সদরের চম্পকনগরে মাসির বাসায় বেড়াতে আসে। গত ১৯ মে দুপুরে চিত্তি নিজ বাড়ী বাঘাইছড়ি যাওয়ার জন্য বের হয়; কিন্তু সে বাড়ী না পোঁছানোয় সর্বত্র তাঁর মা খোঁজা-খুঁজি করেন। পরে তিনি জেলার কোতয়ালি থানায় দায়ের করেন সাধারণ ডায়েরী (জিডি)।
২২ মে সন্ধ্যায় চিত্তির পিসতুতো এক বোনোর কাছ থেকে মা জানতে পারেন, তার মেয়ে চিত্তি ঢাকার লালমাটিয়ার একটি বাসায় রয়েছে। চিত্তি এ খবরটি মোবাইল ফোন থেকে ওই পিসতুতো বোনকে। র্যাব ওই বাসায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু এর আগেই অভিযুক্ত অপহরণকারী জনৈক মনির তালুকদার চিত্তিকে অন্যত্র সরিয়ে ফেলে।
র্যাব-২ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা মনিরের সাথে যোগাযোগ করে চিত্তিকে তাদের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন। কিন্তু মনির বিভিন্নভাবে কালক্ষেপন করে অবশেষে সে চিত্তিকে শ্যামলী পরিবহনে রাঙামাটি পাঠিয়ে দিয়েছে জানিয়ে র্যাব-২ এর কাছে আত্মসমর্পন করে।
কিন্তু ২৩ মে সকালে চিত্তির মা রাঙামাটির শ্যামলী পরিবহন কাউন্টারে তাঁর মেয়েকে খুঁজতে গেলে কর্মরত জনৈক নসরত আলী তাকে জানান, চিত্তি ঢাকা থেকে আসেনি। তবে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দেন, যা অনেকটা এ রকম:
চিত্তিকে রূপা চাকমা নামের একজন মেয়ে অভিযুক্ত অপহরণকারী মনিরের কাছে পাঠায়। পরে চিত্তির মা জেনেছেন, তার মেয়ে রাঙামাটিতে বেড়ানোর সময় চম্পকনগরের রূপা প্রতিদিন চিত্তির সঙ্গে যোগাযোগ করতো। সে চাকরীর লোভ দেখিয়ে চিত্তিকে অপহরণ করে ঢাকায় মনিরের কাছে পাঠায়। সর্বশেষ মোহাম্মদপুর থানায় অপহরণ ও নারী পাচারের মামলায় মনির ঢাকায় কারাগারে ও রূপা চাকমা রাঙামাটি কারাগারে জেল হাজতে বন্দী রয়েছে।
চিত্তির দেয়া ভাষ্য মতে, মনির ও রূপার একটি সংঘবদ্ধ নারী ও শিশু চোরাচালান দল রয়েছে। ঢাকায় খোকন এবং রাঙামাটিতে ন্যান্সি নামে তাদের আরো দুজন সহযোগীর নামও জানা যায়।
................................................
তথ্যসূত্র : কোতয়ালী থানার প্রাথমিক তথ্যবিবরণী ও উদ্ধারকৃত চিত্তির দেয়া তথ্য বিবরনী।
মন্তব্য
কী বলবো বুঝতে পারছি না।
চিত্তির কোন খোঁজ পাওয়া গেলে আপডেট জানাবেন দয়া করে.....
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
"চিত্তির দেয়া ভাষ্যমতে .... .... + উদ্ধারকৃত চিত্তির দেয়া তথ্য বিবরনী।"
-- এর অর্থ খোঁজ পাওয়া গিয়েছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
চিত্তি চাকমা ভাগ্যবতী, সে উদ্ধার হয়েছে। ...আমি ভাবছি, সেই সব ভাগ্যহতর কথা...যারা এখনো উদ্ধার হয়নি অথবা ভবিষ্যতে যারা এমনিভাবে আবারো অপহৃত হবে!!
---
টুকুদি, তোমার ছোট্ট লেখাটা ভালো লাগলো। সচলে নিয়মিত লেখার আহ্বান জানাই।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
চিত্তি উদ্ধার হওয়ায় ভালো লাগছে। এরকম অপহৃত আদিবাসী নারীদের কোনো তালিকা কি আছে কোথাও? না-থাকলে আপনাকে অনুরোধ জানাই এমন একটি তালিকা তৈরির।
প্রাথমিক তথ্য বিবরণীতে জায়গা পায়না এমন ঘটনাগুলো তুলে ধরুন।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সচলায়তনে স্বাগতম।
আরো বেশি করে তুলে আনুন এমন ঘটনা। হয়ত কোনোদিন এখান থেকেই দানা বাঁধবে কোনো এক আন্দোলন। এর পরিণতিতেই হয়ত কোনো একদিন লেখার জন্য এমন ঘটনা আর পাওয়া যাবে না।
তাই যেন হয়।
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
চিত্তি কেমন আছে এখন?
সে কেমন ছিল,কারা নিয়ে গিয়েছিল তাকে
এই তথ্যগুলো কি দেয়া যায়?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কি বলব বুঝতে পারছি না। বিভিন্ন মাধ্যম থেকে যা তথ্য পেয়েছি তা হচ্ছে, আমাদের উপমহাদেশে সংঘবদ্ধ নারী ও শিশু চোরাচালানীদের টার্গেট এখন North East India আর CHT-র আদিবাসী মেয়েরা।
নতুন মন্তব্য করুন